Sunday, November 16, 2025

জয়া অমিতাভ বচ্চন: নাম নিয়ে অবস্থান বদল! জয়ার কীর্তিতে হেসে গড়ালেন ধনকড়

Date:

“আমাকে শুধু জয়া বচ্চন (Jaya Bachchan) বললেই যথেষ্ট”- ২৯ জুলাইয়ের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে নিজের রাজ্যসভায় নাম বললেন, জয়া অমিতাভ বচ্চন। সমাজবাদী পার্টির সাংসদের কীর্তিতে হেসে গড়িয়ে পড়লেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। কারণ কয়েকদিন আগেই নাম নিয়ে বেজায় চলেছিলেন ‘ধন্যি মেয়ে‘ জয়া।বিয়ের আগে ছিলেন জয়া ভাদুড়ি। তখন থেকে তিনি জনপ্রিয় অভিনেত্রী। এরপর বিয়ে করেন অমিতাভ বচ্চনকে (Amitabh Bacchan)। পদবি পরিবর্তন করে হন জয়া বচ্চন। কিন্তু নিজের নামের সঙ্গে কখনই স্বামীর নাম জুড়তে দেখা যায়নি জয়াকে। দীর্ঘদিনের সাংসদ। সেখানেও তিনি জয়া বচ্চন বলেই পরিচিত। কিন্তু গোল বাধল ২৯ জুলাই। সেদিন রাজ্যসভায় (Rajya Sabha) অধিবেশন চলাকালীন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বলেন, “শ্রীমতী জয়া অমিতাভ বচ্চনজি, আপনি এবার বলুন”। শুনেই মেজাজ হারান বলিউডের ‘রাগি আন্টি’। সাফ জানান, “আমাকে শুধু জয়া বচ্চন বললেই যথেষ্ট।” কিন্তু ডেপুটি চেয়ারম্যান নথি দেখিয়ে বলেন “আপনার পুরো নাম এটাই লেখা আছে। সেজন্যই আমি এই নাম বলেছি।” কিন্তু তাতেও শান্ত হননি সমাজবাদী পার্টির সাংসদ। বলেন, ”এই যে নতুন সব ঢং হয়েছে যে মহিলারা স্বামীর নামেই পরিচিত হবেন, যেন ওঁদের নিজেদের কোনও অস্তিত্ব নেই। ওঁর কোনও নিজের উপলব্ধি নেই।” তবে, পরে সামলে নিয়ে সেদিন নিজের ভাষণ দেন জয়া (Jaya Bachchan)।

চিত্রটা পুরো উল্টে গেল ২ অগাস্ট। সেদিন রাজ্যসভায় বলতে উঠে”জয়া অমিতাভ বচ্চন” বলে নিজের পরিচয় দেন সমাজবাদী পার্টির সাংসদ। বলেন, ”স্যার, আমি জয়া অমিতাভ বচ্চন আপনাকে প্রশ্ন করছি।” এটা বলা মাত্র হাসতে শুরু করেন ধনকড়। শুধু তিনি নন, হাসিতে ভরে ওঠে পুরো অধিবেশন কক্ষ। হেসে ফেলেন জয়া নিজেও। এরপরেই ধনকড়ের অকপট স্বীকারোক্তি, ”এই প্রথমবার আপনাকে বলতে চাই, আমি আপনার ও অমিতাভজি দুজনেরই ফ্যান।”

সব মিলিয়ে হাস্যরসেই নাম বিতর্কে ইতি পড়ল বলে মনে করছেন সাংসদরা।






Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version