Friday, November 28, 2025

নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের রুপ ক্যাপ্টেন! বিবৃতি প্রকাশ ISRO-র

Date:

Share post:

মহাকাশ গবেষণার পথে আরও একধাপ এগিয়ে গেল ইসরো (ISRO)। ইতিহাস তৈরির পথে আর এক ভারতীয়। মার্কিন মহাকাশ সংস্থার (NASA) আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ঘিরে আগ্রহ কম নয়। সম্প্রতি সেখানে গিয়ে আটকে পড়েছেন সুনিতা উইলিয়ামসরা। এই স্পেস স্টেশন থেকেই মহাকাশে গ্রহ- নক্ষত্রের গতিবিধি এবং স্যাটেলাইটের উপর নজর রাখেন নাসার বিজ্ঞানীরা। এবার নাসার সঙ্গে যৌথ অভিযানে সেই IAS-এ পা রাখবেন ভারতের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Group Captain Shubhanshu Shukla)। বিবৃতি দিয়ে জানালো ইসরো (ISRO)।

কীভাবে এই সুযোগ?

আমেরিকার নভোশ্চরদের সঙ্গে প্রাইম নভোশ্চর হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে উড়ে যাবেন শুভ্রাংশু। ভারতের জন্য এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে AXIOM-4 মিশনের জন্য আমেরিকার Axiom Space-এর সঙ্গে ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার একটি স্পেস ফ্লাইট চুক্তি (SFA) করেছে। মিশনে কমান্ডার হিসেবে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেগি হুইটসন এবং মিশন বিশেষজ্ঞ হিসেবে থাকবেন পোল্যান্ডের সাওজ উজানস্কি ও হাঙ্গেরির টিবর কাপু। এই মিশনে পাইলট হিসেবে থাকবেন লখনৌয়ের শুভ্রাংশু। ২০০৬ সালের ১৭ জুন ভারতীয় বায়ুসেনায় যুদ্ধবিমান বিভাগে যোগ দেন তিনি। প্রায় দুহাজার ঘণ্টা বিমান ওড়ানোর পাশাপাশি Sukhoi-30MKI, MiG-29, Jaguar, Hawk, AN-32 চালানোর অভিজ্ঞতাও রয়েছে। ব্যাকআপ মিশন পাইলট হিসেবে গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণান নায়ারের নাম ঘোষণা করা হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহেই প্রশিক্ষণ শুরু হবে বলে খবর। ভারত থেকে এখনও পর্যন্ত একজন নভোশ্চরই মহাকাশে গিয়েছেন, উইং কমান্ডার রাকেশ শর্মা। ১৯৮৪ সালে ইন্দো-সোভিয়েত অভিযানে শামিল ছিলেন তিনি। এবার সেই তালিকায় শুভাংশুর নাম জুড়ে যাওয়ার অপেক্ষা। মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন যেভাবেই গগনযান নিয়ে পরিকল্পনা করছে ISRO , তাতে শুভ্রাংশুর অভিজ্ঞতা কাজে লাগবে আগামী দিনের গবেষণায়।


spot_img

Related articles

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...

সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে কবে রিপোর্ট? রাজ্যকে সময় বেঁধে দিল হাই কোর্ট

বাংলায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো মামলায় রিপোর্ট রাজ্যকে দিতে ৭ দিন সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

জন্ম শংসাপত্র তৈরিতে আধার গৃহীত হবে না: নির্দেশ জারি মহারাষ্ট্রে!

যে কোনও মূল্যে আধার কার্ডকে  অকেজো করে দিতে তৎপর মহারাষ্ট্রের বিজেপি সরকার। এবার জন্ম শংসাপত্র (birth certificate) তৈরিতে...