Saturday, November 8, 2025

নবজাগরণের রজত জয়ন্তী বর্ষপূর্তিতে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, শিশির মঞ্চে সাহিত্য-সংস্কৃতির মেলবন্ধন!

Date:

‘নবজাগরণ’ শব্দটা উচ্চারণে বাঙালি আবেগ জুড়ে প্রাণবন্ত হয়ে ওঠে ইতিহাসের পাতা। আজ বাঙালি সাহিত্য সংস্কৃতি দরবারের এই ‘নবজাগরণ’ ঘিরে বিশিষ্টদের অনায়াস আনাগোনা। ২৫ বছর আগে অশোক দাশগুপ্ত (Ashok Dasgupta) ও সুনীল গঙ্গোপাধ্যায়দের মতো গুণী মানুষের হাত ধরে যে ভাবনার সাংস্কৃতিক সূচনা, ২০২৪ সালের ২ আগস্ট তার রজত জয়ন্তী বর্ষপূর্তি। স্বাধীনতার মাসের দ্বিতীয় দিনটি আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন। আর সেদিনই নবজাগরণের প্রতিষ্ঠা। ২৫ বছর পূর্তি উপলক্ষে সেই উপলক্ষ্যে বৃষ্টি ভেজা সন্ধ্যায় মহানগরীর অন্যতম সংস্কৃতি চত্বর প্রাঙ্গণে শিশির মঞ্চ অডিটোরিয়ামে এক বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হলো। অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা পাঠান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), যা প্রারম্ভিক পর্বেই পড়ে শোনান টেকনো ইন্ডিয়ার কর্ণধার সত্যম রায়চৌধুরী (Satyam Roychowdhury)। বিশেষ কারণে উপস্থিত থাকতে না পারলেও অশোক দাশগুপ্ত নিজেও নবজাগরণের সাফল্য কামনা করে তাঁর বার্তা পাঠান।

শুক্রবারের সান্ধ্য লগ্নের অনুষ্ঠানে অনুষ্ঠানে বিখ্যাত সাহিত্যিক জয় গোস্বামী (Joy Goswami) এবং অভিনেতা রঞ্জিত মল্লিককে সম্বর্ধনা জানান হয়। উপস্থিত ছিলেন সাহিত্যিক প্রচেত গুপ্ত, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury) বিশিষ্ট উদ্যোগপতি সমর নাগ (Samar Nag)।

বৃষ্টি মাখা শ্রাবণ সন্ধ্যায় অনুষ্ঠানকে দুটি পর্বে ভাগ করা হয়। দ্বিতীয়ার্ধের সংস্কৃতিক পরিমণ্ডলে দর্শককে আবৃত্তির সমৃদ্ধশালী এক জগতে নিয়ে যান শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় (Bratati Bandopadhyay)। সংগীত পরিবেশনায় রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন । টেকনো ইন্ডিয়া গ্রুপের (Techno India Group) কর্ণধার বলেন, নবজাগরণ শব্দ উচ্চারণ ঊনবিংশ শতকের প্রথম সূর্যের আলোর শিহরণ আজও স্পন্দিত হয়। সংগঠনের পথ চলার প্রাথমিকে সৌমিত্র চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, পবিত্র সরকার সহ বহু বিশিষ্টদের এগিয়ে আসার কথাও স্মৃতিচারণায় তুলে ধরেন সত্যম।

অনুষ্ঠানের সম্মানিত রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) নবজাগরণকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি সিনে জগতের নস্টালজিয়ার কথা সকলের সঙ্গে ভাগ করে নেন। কমার্শিয়াল ছবিতে কাজ থেকে শুরু করে সত্যজিতের ছবিতে অভিনয়ের নানা অভিজ্ঞতা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সম্বর্ধনা গ্রহণ করে ‘মেঘবালিকা’র স্রষ্টা কবি জয় গোস্বামী নবজাগরণের সাধারণ সম্পাদক অশোক দাশগুপ্তের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলা সাহিত্য সংস্কৃতির পরিসরে প্রাপ্ত ভালবাসায় আবেগাপ্লুত সাহিত্যিক এদিন রবীন্দ্ররচনা পরিবেশনের মধ্যে দিয়ে নিজের মনের কথাও তুলে ধরেন।

বৃষ্টিস্নাত শ্রাবণ সন্ধ্যায় শিশির মঞ্চে এক অবিস্মরণীয় মুহূর্তের সৃষ্টি হয়। আগামিতে নবজাগরণের প্রশস্ত পথের অগ্রিম শুভকামনা জানান সকলেই।


Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version