Tuesday, August 26, 2025

মুখ্যমন্ত্রীর জীবনসংগ্রাম অনুসরণ করুন, TMCP-র প্রশিক্ষণ শিবিরে ছাত্রদের আহ্বান স্নেহাশিসের

Date:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ২৮ অগাস্ট। তার আগে নানা জায়গায় শুরু হয়েছে প্রস্তুতিসভা, কর্মশালা ও প্রশিক্ষণ শিবির। মালদহে আয়োজিত তেমনই এক কর্মশালা তথা প্রশিক্ষণ শিবিরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন-সংগ্রাম অনুসরণ করার আহ্বান জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শুধু তাই নয় ছাত্র রাজনীতির বৃত্তান্তও ব্যাখ্যা করেন তিনি।

উপস্থিত তৃণমূল ছাত্র পরিষদ কর্মী-সমর্থকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সংগ্রামের ইতিহাস তুলে ধরেন তৃণমূল রাজ্য সম্পাদক অলোক দাস। উদ্বোধনী ভাষণ দেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি আঠাশে অগাস্টের তাৎপর্য ব্যাখ্যা করেন। আর তৃণমূল ছাত্র পরিষদের ইতিহাস তুলে ধরেন। কর্মশালা ও প্রশিক্ষণ শিবিরের শেষ লগ্নে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই প্রথম উত্তরবঙ্গ-সহ ১০ জেলার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিদের নিয়ে শুরু হল কর্মশালা ও প্রশিক্ষণ শিবির। উদ্বোধন করেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। স্নেহাশিস, বৈশ্বানর, অলোক ছাড়াও ছিলেন আবদুর রহিম বক্সি, প্রসূন রায়, অমিত শেখ প্রমুখ। এছাড়াও ছিলেন দশটি জেলার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিরা। মূলত ছয়টি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্নেহাশিস। পাশাপাশি, এরই মাঝে ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতিসভাও অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন- রাস্তা হবে ঝকঝকে-মসৃণ! এবার ‘মেকানিকাল ম‌্যাস্টিফ’এ সাজবে উল্টোডাঙা থেকে ঢালাই ব্রিজ

 

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...
Exit mobile version