Monday, November 10, 2025

ইস্টবেঙ্গলকে আক্রমণ ইউটিউবারের, মুখ খুলল লাল-হলুদ ক্লাব

Date:

ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করার দাবি তুলে শোরগোল ফেলে দিয়েছেন এক ইউটিউবার। ওই ইউটিউবারের দাবি, এনআরসি চালু হলে, ইস্টবেঙ্গল ক্লাবের কোনও অস্তিত্বই থাকবে না। শুধু তাই নয়, ইস্টবেঙ্গলকে ‘রোহিঙ্গাদের ক্লাব’ বলে মন্তব্য করা হয়।শুক্রবার ওই ইউটিউবারের এহেন কদর্য মন্তব্যের পরেই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল ময়দান। বিভিন্ন পেশার বিশিষ্টজনদের পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকদের একটি অংশ মানিকতলা থানায় ওই ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর করে। প্রাক্তন ফুটবলাররাও কড়া ভাষার ওই ইউটিউবারের নিন্দায় মুখর হয়েছিলেন। এই ঘটনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইস্টবেঙ্গল ক্লাব। শনিবার ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়।

শনিবার এই প্রসঙ্গে ক্লাব তাঁবুতে সংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। সেখানে গোটা ঘটনার নিন্দা করা হয়। একই সঙ্গে সমর্থকদের আবেদন জানানো হয়, মাথা ঠান্ডা রেখে প্রতিবাদ জানানোর। কেউ যেন হাতে আইন তুলে না নেন। এই নিয়ে ক্লাবের তরফ থেকে আরও জানানো হয়, এই বিষয়টিকে শুরুতে গুরুত্ব দিতে চাননি কর্মকর্তারা। কিন্তু ঘটনার পর থেকে গোটা বাংলা তথা ভারত থেকে অসংখ্য ফোন এবং ই-মেল এসেছে। ক্লাব এই বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে সেটা জানার জন্য। তাই কোনও ধরনের অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে, তাই সমর্থকদের বার্তা দিতেই সাংবাদিক সম্মলেন ডাকা হয়েছে। ক্লাব কর্তাদের বক্তব্য, কোনও ফ্যান ক্লাব বা ক্লাবের অনুষ্ঠানে আমন্ত্রিত কোনও ব্যক্তি যদি কোনও মন্তব্য করেন, তাহলে সেটা কখনই ক্লাবের বক্তব্য হতে পারে। ক্লাব আশা করছে, ওই ইউটিউবারের শুভবুদ্ধি হবে। ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ওই ব্যক্তির কোনও ধারণাই নেই বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন- মহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র DHFC-র


Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version