Monday, November 10, 2025

জ্বলছে ইংল্যান্ড, গ্রেফতার শতাধিক; আগুন ছড়ালো আয়ারল্যান্ডেও

Date:

ভুল তথ্যে আগুন জ্বলল উত্তর ইংল্যান্ডে। একদিক থেকে যেমন দোকানপাট ভাঙচুর থেকে আগুন লাগানো, সরকারি এলাকার বেড়া ভাঙা, হোটেলে হামলা চালানোর মত ঘটনায় আতঙ্ক ছড়ালো। অন্যদিকে আহত হলেন পুলিশ কর্মীরা। অনেকটাই জাতিবিদ্বেষমূলক হামলার চেহারা নেওয়া এই অরাজকতা ঠেকাতে পুলিশকে খোলা হাতে খেলার নির্দেশ দিল কিয়ের স্টার্মার প্রশাসন।

দিন পাঁচেক আগে দুই শিশুর উপর ছুরির হামলাকে কেন্দ্র করে প্রাথমিকভাবে অশান্তির আগুন ছড়ায় উত্তর ইংল্যান্ডের সাউথপোর্ট এলাকায়। শনিবার সেই অশান্তি চরম আকার নেয়। হাল, লিভারপুর, বিস্ট্রল, ম্যানচেস্টার, ব্ল্যাকপুল এলাকায় অশান্তি ছড়ালে পুলিশ তৎপরতার সঙ্গে তা দমন করার চেষ্টা করে। বেশ কিছু পুলিশকর্মীর নাক ফাটে, মাথা ফাটে। আক্রান্ত হন সংবাদমাধ্যমের কর্মীরাও। ধর্মীয় মৌলবাদীদের নিয়ন্ত্রণে সব রকম শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।

পুলিশ প্রশাসনের প্রচেষ্টা সত্ত্বেও অশান্তির আগুন ছড়ায় উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে। তবে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। রবিবার পর্যন্ত প্রায় ১০০ জনকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে বেশ কিছু গণমাধ্যমে ভুল তথ্য পরিবেশনেরও অভিযোগ ওঠে। সেই সব গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেয় ব্রিটিশ প্রশাসন।

রবিবার সকালে পরিস্থিতি অনেকটা শান্ত হলে এলাকা পরিষ্কারে হাত লাগায় বেলফাস্ট প্রশাসন। সেই সঙ্গে হাত লাগান স্বেচ্ছাসেবকরা। তবে প্রাণহানির ঘটনা না ঘটায় খানিকটা নিশ্চিন্ত প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। যদিও অভিবাসী বহু মানুষ সর্বস্ব হারান এই হামলায়। অনেকেই দাবি করেন, জীবনের শেষ সঞ্চয় হারিয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন তাঁরা।

Related articles

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...
Exit mobile version