Saturday, May 3, 2025

অসহায় পশুদের প্রাণ বাঁচাতে বড় উদ্যোগ! ধসে বিধ্বস্ত ওয়েনাড়ে কন্ট্রোলরুম খুলল সরকার

Date:

সময় যত গড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে ওয়েনাড়ে (Waynad ) মৃতের তালিকা! শেষ পাওয়া খবরে ইতিমধ্যে ৩৬১ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি এখনও নিখোঁজ ২৬০ জনেরও বেশি মানুষ। এখনও জোরকদমে উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার করা হচ্ছে বলে খবর। ভারতীয় সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে বলে খবর। এবার পশুদের জন্যও পৃথক একটি কন্ট্রোল রুম (Control Room) খুলল কেরল সরকার‌। সূত্রের খবর কেরলের বিপর্যস্ত এলাকা থেকে যে সমস্ত পশুদের জীবিত অবস্থায় উদ্ধার করা হচ্ছে, তাদের এই কন্ট্রোল রুমে পাঠানো হচ্ছে। সেখানে তাদের চিকিৎসার বন্দোবস্ত করার পাশাপাশি সবরকম পরিষেবা দেওয়া হচ্ছে বলে খবর। সরকারের তরফে জানানো হয়েছে পশুরা সুস্থ হয়ে উঠলে তাদের সঠিক জায়গায় ফিরিয়ে দেওয়া হবে।


কেরলের চূড়ালমাল গ্রামে ২৪ ঘণ্টার ওই কন্ট্রোল রুম খোলা হয়েছে। যাঁরা ওই পশুদের নিতে ইচ্ছুক, তাঁদের সরকারের কাছে আবেদন জানাতে হবে। তারপরই তাদের পশুপালক দের হাতে তুলে দেওয়া হবে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ভূমিধসের পর বিভিন্ন জায়গায় আটকে পড়া পশুদের মাথার উপর ছাদ দেওয়া হচ্ছে। অসহায় হয়ে ওদের থাকতে হবে না। তবে শুধু গবাদি পশুই নয় পাখিদেরও উদ্ধার করে ওই কন্ট্রোল রুমে রাখা হচ্ছে বলে খবর।

 

এই কন্ট্রোল রুমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি কাজ করছে। সূত্রের খবর, কেরল সরকারের কন্ট্রোল রুমে বর্তমানে একাধিক পশু চিকিৎসক রয়েছেন। বিভিন্ন এলাকা থেকে ছোট পশু বা পাখিকে খাঁচায় ভরে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে। গত ২৯ জুলাই রাতে ওয়েনাড়ের পাহাড়ি এলাকায় আচমকা ধস নামে। চারটি গ্রাম সেই বিপর্যয়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।


Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version