সতর্কতা আগেই ছিল। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হল জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলা। তবে আগে থেকে সতর্কতা জারি থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। মেঘ ভাঙা বৃষ্টিতে হড়পা বানের জেরে কওচেরওয়ান, কঙ্গন প্রভৃতি এলাকায় রাস্তা থেকে চাষের জমি ঢেকে গিয়েছে কাদা মাটিতে। বন্ধ হয়ে গিয়েছে শ্রীনগর-লে জাতীয় সড়কও।

পাঁচদিন আগে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতরের অধিকর্তা দাবি করেছিলেন, কয়েকদিনের মধ্যে মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের সম্মুখিন হতে পারে ভূস্বর্গ। সেই মতো সতর্কতাও জারি করা হয়। রবিবার সকালে সেই সম্ভাবনা সত্যি করে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয় গান্ডেরবাল জেলা।


কাদামাটিতে ঢাকা পড়ে যাওয়া জাতীয় সড়ক ও চাষের ক্ষেত সকাল থেকে পরিষ্কার করার কাজ শুরু হয়। তবে শ্রীনগর কার্গিল রাস্তাও বন্ধ হয়ে যায়। দ্রুত যোগাযোগ ব্যবস্থা চালু করার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছে কওচেরওয়ান প্রশাসন।
