Monday, November 3, 2025

রাজধর্ম পালনে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই, দলের তরফ থেকে অখিল গিরিকে (Akhil Giri) মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বলা হয়েছিল। সেই মতো সোমবার, মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা দেন তিনি। মুখ্যসচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন অখিল। এদিন বিধানসভায় দাঁড়িয়ে সেই কথা জানালেন মুখ্যমন্ত্রী। বলেন, অখিল গিরি ইস্তফা পাঠিয়ে দিয়েছেন। আমি গ্রহণ করেছি।শনিবার, সেই জবরদখল তুলতে গেলে বনদফতরের আধিকারিক মনীষা সাউকে বাধা দেন রামনগরে বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরি। শুধু তাই নয়, রীতিমতো মহিলা আধিকারিককে হুমকি দিতে শোনা যায় কারামন্ত্রীকে। এই ঘটনার পরেই তীব্র নিন্দা করে দলের অবস্থান স্পষ্ট করেন কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রীও ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। এর আগেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূকে নিয়ে অসম্মানজনক কথা বলেছিলেন অখিল গিরি। এই নিয়ে শেষ পর্যন্ত ক্ষমা চান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ফের মহিলা সরকারি আধিকারিককে হুমকি দেন কারামন্ত্রী। ঘটনায় তীব্র ক্ষোভ করেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই অখিলকে ফোন করেন তৃণমূলের (TMC) রাজ্য সভাপতি। তাঁকে পদত্যাগের পাশাপাশি ক্ষমা চাইতেও বলা হয়। নিজের বক্তব্যে অনড় অখিল মন্ত্রিত্ব ছাড়তে রাজি হলেও ক্ষমা চাইবে না বলে স্পষ্ট জানিয়ে দেন।

এদিন দলের সিদ্ধান্ত মেনেই কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অখিল। সোমবার দলের নির্দেশ মেনেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগ পত্র জমা দিয়ে বলেন, “দল আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে। আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি তা মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেছি।”






Related articles

রাত পোহালেই পথে মুখ্যমন্ত্রী: SIR-এর আড়ালে NRC আতঙ্ক তৈরির চক্রান্তের প্রতিবাদ

সোমবার রাত পোহালেই রাজ্যে শুরু বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিলাপের কাজ। ২০০২ সালের ভোটার তালিকা ধরে যাচাই...

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃত্যু ছাড়ালো ২০

ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে রঙ্গা রেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় (road accident) এখনও প্রাণ...

বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি: ঘোষণা BCCI-এর

কথা ছিল। সেই মতো কথা রাখল বিসিসিআই। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা বিশ্বজয়ের...

ভোরবেলায় গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

ভোরবেলায় মহিলাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল হরিদেবপুর এলাকায়। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত পরিবারের লোকেরা এমআর বাঙুর...
Exit mobile version