দেশের রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলিকে হিংসার পথ থেকে সরে আসার নির্দেশ দিলেন রাষ্ট্রপতি মহম্মদ সাহবুদ্দিন চুপ্পুর। সেই সঙ্গে প্রাণহানি ও সম্পত্তি রক্ষায় সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিলেন তিনি।

সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরই শান্তি প্রতিষ্ঠায় বার্তা দিয়েছিলেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। প্রায় একই বার্তার প্রতিফলন রাষ্ট্রপতির ভাষণে। তিনি শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানান।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সকলকে এগিয়ে আসার বার্তা দেন। সেই সঙ্গে যে কোনও রকম হিংসা দমন করতে সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপেরও নির্দেশ দেন রাষ্ট্রপতি।

ছাত্র সংগঠন ও শিক্ষক সম্প্রদায়ের সঙ্গে বৈঠকের প্রেক্ষিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলারও নির্দেশ দেন রাষ্ট্রপতি। সেই সঙ্গে দেশের অর্থনীতি সচল রাখার সব পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন।

সেনা প্রধান যেভাবে দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন সেভাবেই বার্তা দেন রাষ্ট্রপতি। তিনি জানান, হিংসা ও প্রাণহানির সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের বিরুদ্ধে বিচার ব্যবস্থার মাধ্যমে আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে।
