শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেসের ছাদ ফুটো! বৃষ্টিতে কাকভেজা অবস্থা যাত্রীরাদের

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের আমলে গত কয়েক বছরে ভারতীয় রেলের বেহাল দশা। একের পর এক রেল প্রাণঘাতী দুর্ঘটনা যেন ডেইলি রুটিনে পরিণত হয়েছে। লোকাল হোক কিংবা মেইল, ঘণ্টার পর ঘণ্টা বিলম্ব। নিম্ন মানের খাবার। বিকল এসি। যাত্রী নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য কার্যত শিকেয় উঠেছে ভারতীয় রেলে। গত কয়েকবছরে পরিষেবার মান ক্রমেই নামছে। অভাব রক্ষণাবেক্ষণও। মোদি জমানায় পৃথক রেল বাজেটও আর হয় না। এবার দেশের অন্যতম এলিট ট্রেন ‘রাজধানী’তেই (Rajdhani Express) সফরত যাত্রীদের বৃষ্টি জলে স্নান করার বিরল অভিজ্ঞতা হল!

শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেসের (Rajdhani Express) এমন ঘটনার সাক্ষী। এ প্রসঙ্গে ভুক্তভোগী এক যাত্রী জানাচ্ছেন, , রাতে তিনি ঘুমোচ্ছিলাম। হঠাৎ ঝর্নার মতো জল পড়তে আরম্ভ করল। কিছু বোঝার আগেই কাকভেজা হয়ে গেলেন। মহিলা যাত্রীদের দশা আরও অস্বস্তিকর। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শাওয়ারের মতো জলে জে স্নান করলেন। ভারতীয় রেলের এমন চূড়ান্ত অব্যবস্থা ও ব্যর্থতা জন্য ক্ষুব্ধ যাত্রীরা।

রাজধানীতে রাতে খাবারের মান নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। পরিমাণ নিয়েও বহু যাত্রীর মুখে অনুযোগ শোনা গিয়েছে। কিন্তু রাজধানী এক্সপ্রেসের ছাদ ফুটো থাকবে, এমনটা স্বপ্নেও ভাবেননি কেউ। বাইরে বৃষ্টির ধারা ছাদ বেয়ে নাগাড়ে পড়ছিল। এভাবেই রেলের সৌজন্যে জলে ভিজে অবস্থাতেই ওই জার্নি শেষ করতে হয়েছে। রেলের বিভিন্ন বিভাগে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি।

আরও পড়ুন: “মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইব, আধিকারিকের কাছে নয়”, ইস্তফা দেওয়ার আগে প্রতিক্রিয়া অখিলের