Sunday, November 2, 2025

আইন মেনেই পুরনিগমে নিয়োগ! সুপ্রিম রায়ে স্বস্তিতে লেফট্যানেন্ট গভর্নর, চিন্তা বাড়ল AAP-র

Date:

মন্ত্রিসভার পরামর্শ না নিয়েই দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনে (Delhi Municipal corporation) ১০ জনকে নিয়োগ করেছিলেন। এরপরই দিল্লির লেফট্যানেন্ট গভর্নর (Leftenant Governor) ভি কে সাক্সেনার (VK Saxena) বিরুদ্ধে মামলা দায়ের করে দিল্লির আম আদমি পার্টির (AAP) সরকার। সোমবার সেই মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court of India)। এদিন শীর্ষ আদালত সাফ জানিয়েছে, সরকারের কোনও পরামর্শ না নিয়েই পুরনিগমের সদস্য মনোনীত করতে পারবেন দিল্লির লেফট্যানেন্ট গভর্নর।

সুপ্রিম কোর্টের মতে, দিল্লি পুরনিগমের আইন অনুযায়ী তিনি সরকারের পরামর্শ না নিয়েই যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন‌। এতে সরকারকে অবগত করা বা অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই। আর সেকারণেই পিছপা বা বিচলিত না হয়েই আইন অনুযায়ীই লেফট্যানেন্ট গভর্নরের কাজ করা উচিত বলে মন্তব্য করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি নরসিংহ ও বিচারপতি জেবি পর্দিওয়ালার বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। দিল্লি সরকারের দাবি, লেফটেন্যান্ট গভর্নর তাদের পরামর্শ ছাড়াই ইচ্ছেমতো নিয়োগ করেছে। যা চলতে পারে না।

শীর্ষ আদালত এদিন ১৯৯৩ সালের দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের উল্লেখ করে বলেন, রাজ্যপালকে দিল্লি সরকারের সাহায্য এবং পরামর্শ নিয়ে কাজ করার প্রয়োজন নেই। পুরনিগমের জন্য ১০জনকে মনোনীত করতে পারেন তিনি। গত বছর, দিল্লির আপ সরকার সুপ্রিম কোর্টে অভিযোগ করে, নির্বাচিত সরকারই দিল্লির পুরসভায় নিয়োগ করত আগে। এখনও এই অধিকার শুধুমাত্র দিল্লি সরকারেরই আছে। কিন্তু রাজ্যপাল কীভাবে সরকারের পরামর্শ না নিয়ে নিয়োগ করতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। ২০২৩ সালের মে মাসে এই মামলার শুনানি শেষ হয়। ১৪ মাসেরও বেশি সময় ধরে সিদ্ধান্ত সংরক্ষণ করার পরে, সোমবার এমনই রায় শীর্ষ আদালতের।


Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version