Saturday, November 29, 2025

দিল্লির কোচিং সেন্টারে তিন পড়ুয়ার ম.র্মান্তিক মৃ.ত্যুতে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দিল্লির কোচিং সেন্টারে তিন পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুতে কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। সোমবার দেশের শীর্ষ আদালতের তরফে নোটিশ পাঠানো হয়েছে তিন কর্তৃপক্ষের কাছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি নোটিশ দেওয়া হয়েছে দিল্লি সরকারকেও। বিষয়টি নিয়ে জবাব তলব করা হয়েছে দিল্লি পুরসভার কাছেও।

সপ্তাহ তিনেক আগে বেসমেন্টে থাকা কোচিং সেন্টারে জলে ডুবে তিন পড়ুয়ার মৃত্যু হয় । সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শীর্ষ আদালত। তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত জানিয়েছে, কোচিং সেন্টারগুলো মৃত্যুর চেম্বারে পরিণত হয়েছে। বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে শুনানি শুরুতেই কোচিং সেন্টারগুলোকে তীব্র ধিক্কার জানান দুই বিচারপতি। তাদের বক্তব্য, এই জায়গাগুলো তো মৃত্যুর চেম্বার হয়ে উঠেছে। যদি নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে কোচিং সেন্টার চালানো না যায় তাহলে অনলাইনে পড়াশোনা হোক। ইউপিএসসি পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কোচিং সেন্টারগুলো। দুই বিচারপতি জানিয়েছেন, কেন্দ্র এবং দিল্লির সরকারকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। জবাব তলব করা হয়েছে দিল্লি পুরসভার থেকেও।

উল্লেখ্য, দিল্লি হাই কোর্টের নির্দেশে অন্তত ৩৬টি কোচিং সেন্টার বন্ধ করা হয়েছিল। উচ্চ আদালতের সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কোচিং ইনস্টিটিউট ফেডারেশন। সেই পিটিশনের উপরেও ১ লক্ষ টাকা জরিমানা করেছে শীর্ষ আদালত। ইতিমধ্যেই ৩ ইউপিএসসি পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...