Sunday, November 9, 2025

দিল্লির কোচিং সেন্টারে তিন পড়ুয়ার ম.র্মান্তিক মৃ.ত্যুতে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Date:

দিল্লির কোচিং সেন্টারে তিন পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুতে কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। সোমবার দেশের শীর্ষ আদালতের তরফে নোটিশ পাঠানো হয়েছে তিন কর্তৃপক্ষের কাছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি নোটিশ দেওয়া হয়েছে দিল্লি সরকারকেও। বিষয়টি নিয়ে জবাব তলব করা হয়েছে দিল্লি পুরসভার কাছেও।

সপ্তাহ তিনেক আগে বেসমেন্টে থাকা কোচিং সেন্টারে জলে ডুবে তিন পড়ুয়ার মৃত্যু হয় । সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শীর্ষ আদালত। তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত জানিয়েছে, কোচিং সেন্টারগুলো মৃত্যুর চেম্বারে পরিণত হয়েছে। বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে শুনানি শুরুতেই কোচিং সেন্টারগুলোকে তীব্র ধিক্কার জানান দুই বিচারপতি। তাদের বক্তব্য, এই জায়গাগুলো তো মৃত্যুর চেম্বার হয়ে উঠেছে। যদি নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে কোচিং সেন্টার চালানো না যায় তাহলে অনলাইনে পড়াশোনা হোক। ইউপিএসসি পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কোচিং সেন্টারগুলো। দুই বিচারপতি জানিয়েছেন, কেন্দ্র এবং দিল্লির সরকারকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। জবাব তলব করা হয়েছে দিল্লি পুরসভার থেকেও।

উল্লেখ্য, দিল্লি হাই কোর্টের নির্দেশে অন্তত ৩৬টি কোচিং সেন্টার বন্ধ করা হয়েছিল। উচ্চ আদালতের সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কোচিং ইনস্টিটিউট ফেডারেশন। সেই পিটিশনের উপরেও ১ লক্ষ টাকা জরিমানা করেছে শীর্ষ আদালত। ইতিমধ্যেই ৩ ইউপিএসসি পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version