Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) প্যারিস অলিম্পিক্সে দুরন্ত প্যারফরম্যান্স ভারতীয় শুটার মানু ভাকেরের। জিতেছেন দু’দুটি ব্রোঞ্জ । গর্ব করেছেন দেশকে। আর এবার নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতীয় শুটার। আইফেল টাওয়ারের নিচে পদক নিয়ে ছবি পোস্ট করে লিখলেন স্বপ্নপূরণ হয়েছে তাঁর।

২) কলকাতা প্রিমিয়ার লিগে দুরন্ত জয় মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ইস্টার্ন রেলকে হারাল ৫-০ গোলে। বাগানের হয়ে হ্যাটট্রিক করেন সালাউদ্দিনের। একটি করে গোল করেন ফারদিন এবং রাজ বাসফোরের।

৩) হল না নজির গড়া। হল না ব্রোঞ্জ পদক জয়। এদিন প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক ম্যাচে হার লক্ষ্য সেনে। মালয়েশিয়ার জি জিয়া লির কাছে এগিয়ে থেকেও হারলেন তিনি। ম্যাচের ফলাফল ২১-১৩,১৬-২১,১১-২১। অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করলেন ভারতীয় শাটলার।

৪) প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প । সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন ইংরেজ ব্যাটার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। তাঁর প্রয়াণের খবর জানান হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে। নিজের সময়কার অন্যতম সেরা ব্যাটার হিসাবেই ক্রিকেটবিশ্বের কাছে পরিচিত ছিলেন থর্প।

৫) শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় একদিনের ম্যাচ হারে ভারতীয় দল। লঙ্কানদের কাছে ৩২ রানে হারে টিম ইন্ডিয়া। ম্যাচে একমাত্র ব্যাট হাতে সফল ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৬৪ রান করেন তিনি। গড়েছেন রেকর্ডও। তবে নজির গড়েও হতাশ ভারত অধিনায়ক । ম্যাচ শেষে রোহিতের গলায় শুধু হারের হতাশা।

আরও পড়ুন- আইফেল টাওয়ারের নিচে পদক নিয়ে ছবি পোস্ট মানুর, স্বপ্নপূরণ হয়েছে বলে জানালেন ভারতীয় শুটার