আইফেল টাওয়ারের নিচে পদক নিয়ে ছবি পোস্ট মানুর, স্বপ্নপূরণ হয়েছে বলে জানালেন ভারতীয় শুটার

নিজের সোশ্যাল মিডিয়ায় পদক হাতে ছবি পোস্ট করে মানু লেখেন, “ যা সমর্থন ও শুভেচ্ছা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ।

প্যারিস অলিম্পিক্সে দুরন্ত প্যারফরম্যান্স ভারতীয় শুটার মানু ভাকেরের। জিতেছেন দু’দুটি ব্রোঞ্জ । গর্ব করেছেন দেশকে। আর এবার নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতীয় শুটার। আইফেল টাওয়ারের নিচে পদক নিয়ে ছবি পোস্ট করে লিখলেন স্বপ্নপূরণ হয়েছে তাঁর।

নিজের সোশ্যাল মিডিয়ায় পদক হাতে ছবি পোস্ট করে মানু লেখেন, “ যা সমর্থন ও শুভেচ্ছা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। একটি অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ জিতে আমার স্বপ্নপূরণ হয়েছে। এই জয় শুধু আমার একার নয়। যাঁরা আমার উপর বিশ্বাস রেখেছেন, আমাকে সমর্থন করেছেন, তাঁদের সকলের। এই সমর্থন ছাড়া আমি জিততে পারতাম না। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা গর্বের ও আনন্দের।” পদক জয়ের উচ্ছ্বাস থাকলেও, ২৫ মিটার এয়ার পিস্তলে পদক না পাওয়ার আক্ষেপ রয়েছে মানুর। তিনি সেই নিয়ে লেখেন, “ প্রতিটা পদক্ষেপে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। প্যারিসে শেষটা খুব একটা আনন্দের হল না। কিন্তু ভারতের সাফল্যে অবদান রাখতে পেরে আমি খুব খুশি।”

এখনও পর্যন্ত ভারতের তিনটি পদকই এসেছে শুটিং থেকে। তার মধ্যে দু’টি পদক জয়ের কৃতিত্ব মানুর। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মানু।

আরও পড়ুন- কলকাতা লিগে দুরন্ত জয় বাগানের, ইস্টার্ন রেলকে হারাল ৫-০ গোলে