কলকাতা লিগে দুরন্ত জয় বাগানের, ইস্টার্ন রেলকে হারাল ৫-০ গোলে

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখান মোহনবাগান। একের পর এক আক্রমণ চালান সালাউদ্দিন, ফারদিনরা।

কলকাতা প্রিমিয়ার লিগে দুরন্ত জয় মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ইস্টার্ন রেলকে হারাল ৫-০ গোলে। বাগানের হয়ে হ্যাটট্রিক করেন সালাউদ্দিনের। একটি করে গোল করেন ফারদিন এবং রাজ বাসফোরের।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখান মোহনবাগান। একের পর এক আক্রমণ চালান সালাউদ্দিন, ফারদিনরা। যার ফলে ম্যাচের ৩৩ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ম্যাচে আরও দাপট দেখায় মোহনবাগান। বলা ভালো আরও শক্তিশালী হয়ে মাঠে নামে সবুজ-মেরুন। যার ফলে ম্যাচের ৬৪ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে দ্বিতীয় গোল সালাউদ্দিন। ম্যাচের ৮২ মিনিটে মোহনবাগানের হয়ে গোল রাজ বাসফোরের । পেনাল্টি থেকে বাগানকে ৩-০ গোলে এগিয়ে দেন তিনি। এর ঠিক দু’মিনিটের মাথায় ৪-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। মোহনবাগানের চতুর্থ গোলটি সালাউদ্দিনের। এরপর ম্যাচের ইনজুরি টাইমে পঞ্চম গোল এবং নিজের তৃতীয় গোলটি সালাউদ্দিনের।

আরও পড়ুন-হল না নজির গড়া, ব্রোঞ্জ পদক হাতছাড়া ভারতীয় শাটলার লক্ষ্য সেনেরÂ