কর্নাটকের মাইসুরুর কাছে একটি গ্রামে বিবাহিত মহিলার মুখে বিস্ফোরক পাউডার ভরে খুন করল প্রেমিক।অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কর্নাটক পুলিশ (Karnataka Police)। কুড়ি বছরের মৃত তরুণীর নাম রক্ষিতা (Rakshita)। মাসখানেক আগেই কেরলের এক দিনমজুরের সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপরও সিদ্দারাজু (Siddaraju) নামে এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তাঁর। কিছুদিন আগেই একটি হোটেলের ঘরে একসঙ্গে ছিলেন তাঁরা। সেখানেই তরুণীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিদ্দারাজু। মেজাজ হারিয়ে প্রেমিকার মুখে বোমা ভরে ঘরের বাইরে এসে ট্রিগার টিপে বিস্ফোরণ ঘটান বলেই খবর। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা গেছে, মাইসুরুর হুনসুর তালুকের গেরাসানাহাল্লি গ্রামের বাসিন্দা ওই যুবতীর দেহ যখন উদ্ধার করা হয় তখন তাঁর শরীরের ঊর্ধ্বাংশ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে ছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মহিলার মুখের কোনও অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল সেটা জানতেই তদন্তে নেমেছে পুলিশ ও ফরেনসিক। মনে করা হচ্ছে, অভিযুক্ত সিদ্দারাজু জিলেটিন স্টিক জাতীয় বিস্ফোরক ব্যবহার করেই দুর্ঘটনাটি ঘটিয়েছেন। যদিও অভিযুক্তের দাবি মোবাইল বিস্ফোরণের জেরেই নাকি এই দুর্ঘটনা। তদন্ত শুরু হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–