Wednesday, November 5, 2025

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের অনুমান। মৃতদের মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ। তিনটি ঘটনায় তদন্তে নেমেছে আনন্দপুর থানার (Anandapur police station) পুলিশ।

আনন্দপুরের ইএম বাইপাস লাগোয়া একটি গেস্ট হাউসে রবিবার রাতে এক যুবতী ও এক যুবক ঘর ভাড়া নেয়। সোমবার যুবতী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যুবকটি তাকে বাইপাস লাগোয়া একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা যায়, ২৭ বছর বয়সী ওই যুবতী পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। বাইপাসের (EM Bypass) ধারে একটি পানশালা বার ডান্সারের (bar dancer) কাজ করতেন তিনি।

তবে কীভাবে ওই যুবতী অসুস্থ হয়ে পড়লেন, তা নিয়ে কোনও তথ্য দিতে পারছে না গেস্ট হাউস কর্তৃপক্ষ। যদিও নিরাপত্তারক্ষী দাবি করেন, যুবতীর সঙ্গে থাকা যুবক কোনওভাবেই তাঁকে খুন করতে পারে না। খুন করলে সে পালিয়ে যেত। যুবতীকে নিয়ে হাসপাতালে যেত না, দাবি নিরাপত্তারক্ষীর।

এদিনই বাইপাসের ধারে একটি গাছ থেকে ঝুলন্ত (hanging body) অবস্থায় এক ব্যক্তির দেহ। দেহটি পচাগলা অবস্থায় ছিল বলে স্থানীয়রা দাবি করেন। তবে এই ব্যক্তির পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। দেহটি মাটি থেকে ৫০-৬০ ফুট উঁচুতে গামছার ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল। দেহটিকে উদ্ধার করে নীলরতন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অন্য একটি দেহ উদ্ধার হয় আনন্দপুরের নোনাডাঙা এলাকায়। একটি বাড়ি থেকে এক প্রৌঢ়ার দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা দাবি করেন, ওই মহিলা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে পুলিশ।

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version