বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার পশ্চিম উপকূলে পড়বে বলেই আশঙ্কা আবহাওয়া দফতরের। তবে আপাতত বৃহস্পতিবারের আগে গোটা বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস (forecast) নেই।
মঙ্গলবার
দক্ষিণবঙ্গ – মূলত পরিষ্কার আকাশ। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর জেলায়
উত্তরবঙ্গ – বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর জেলায়
বুধবার
দক্ষিণবঙ্গ – ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝড়বৃষ্টিসহ বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৪০কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
উত্তরবঙ্গ – ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে।
আরও পড়ুন: অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার থেকে এই পরিস্থিতি বদলে যাওয়ার সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবারে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
–
–
–
–
–