রাতেই জনতার উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতির, জেলমুক্তি খালেদা জিয়ার

অশান্তির আগুনের মধ্যে সোমবার রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও সেনাপ্রধান। ইতিমধ্যেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। গোটা দেশে জ্বলছে আওয়ামি লীগ নেতাদের বাড়ি পার্টি অফিস। হামলা হল প্রাক্তন ক্রিকেটার মাশরফি মুর্তাজা ও সাকিবের উপরও। আক্রান্ত একাধিক সংবাদ মাধ্যমের দফতর।

শেখ হাসিনার আমলে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেল মুক্তির নির্দেশ দিলেন রাষ্ট্রপতি মহম্মদ সাহবুদ্দিন চুপ্পু। তিনি অসুস্থতার জন্য জুলাই মাস থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার রাষ্ট্রপতি তাঁর জেলমুক্তির নির্দেশ দেন।

অন্যদিকে হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। হামলা চালানো হয় ক্রিকেটার মুশফিকুর রহিমের বাড়িতে। হামলার শিকার সদ্য রাজনীতিতে যোগ দেওয়া সাকিব-আল-হাসানের পার্টি অফিসও। হামলা চালিয়ে ভাঙচুর করা হয় প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিলের বাসভবনে। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি আওয়ামি লীগ নেতা তথা সংসদের স্পিকারও ছিলেন।

যদিও এই অশান্তির পরিবেশের মধ্যেই ঘোষণা করা হয় মঙ্গলবার ভোর থেকে তুলে নেওয়া হচ্ছে কার্ফু। গোটা দেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র সব খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তার আগেই রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি চুপ্পু। সঙ্গে থাকবেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। সংবাদ সংস্থা সূত্রে খবর শুধুমাত্র সোমবারের হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে ৫৬ জনের, যার মধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের।