Friday, August 22, 2025

ছাত্রদের দাবি মেনেই ক্ষমতা-ছাড়া, প্রাণহানি ঠেকাতে দেশত্যাগ: ব্যাখ্যা হাসিনার, বাংলাদেশ ফেরার বার্তায় ধন্ধ

Date:

বাংলাদেশ ছাড়ার আগে নাকি তাঁকে মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছিল সেনা। দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন। কিন্তু সেই সময়ও পাননি। সোমবার সেনা বিমানে ঢাকা থেকে দিল্লি এসে, মঙ্গলবার, বাংলাদেশের মানুষ বিশেষত পড়ুয়াদের উদ্দেশে বার্তা দিলেন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheik Hasina)।হাসিনা কথায়, বিরোধীরা ছাত্রদেশের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। সেই কারণেই তিনি ক্ষমতা দিয়ে এসেছেন। ছাত্রদের তাঁর শক্তি বলে উল্লেখ করে হাসিনা (Sheik Hasina) লেখেন, তারা চায়নি বলেই তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি, তিনি দেশে ছেড়ে না এলে আরও প্রাণহানি-সম্পদ নষ্ট হত।

কী লিখেছেন শেখ হাসিনা?
“আমি পদত্যাগ করেছি,
শুধু মাত্র লাশের মিছিল জেনো না দেখতে হয়
তোমাদের (ছাত্রদের) লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিলো ওরা, আমি হতে দেয়নি, ক্ষমতা দিয়ে এসেছি।
ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্টমার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম।
অনুরোধ রইলো তোমরা ব্যাবহার হয়ো না।
আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের জেনো বিচার করা হয়।
হয়তো আজ আমি দেশে থাকলে আরো প্রাণ ঝড়তো, আরো সম্পদ ধ্বংস হতো।
আমি নিজেকে সরিয়ে নিয়েছি,
তোমাদের জয় দিয়ে এসেছি, তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি, আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি।
আমার কর্মিরা যারা আছেন, কেউ মনবল হারাবেন না। আওয়ামী লীগ বার বার উঠে দাড়িয়েছে। আপনারই দাড় করিয়েছেন। আশাহত হবেন না। আমি শিঘ্রয় ফিরবো ইনশাআল্লাহ। পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে। যে মানুষের জন্য আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে।
খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতা কর্মিকে হত্যা ও বাড়ি ঘরে ভাংচুর অগ্নিসংযোগ করেছে।।
আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন।
আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটা বিকৃত করা হয়েছে।
ঐদিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইলো।
তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে।
তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস।
ভালো থেকো আমার দেশের মানুষ,
ভালো রেখো আমার সোনার বাংলাকে,
জয় বাংলা জয় বঙ্গবন্ধু,
শেখ হাসিনা…“

তবে, হাসিনা দেশ ছাড়তেই আওয়ামী লিগের নেতা-কর্মীদের উপর তীব্র আক্রমণ শুরু হয়েছে। প্রাণ ভয়ে গৃহবন্দি তাঁরা। ভয়ে ভয়ে মুহূর্ত কাটাচ্ছেন। একই সঙ্গে তীব্র অভিমান জমেছে দলনেত্রী হাসিনার উপর। আওয়ামী লিগের নেতা-কর্মীদের প্রশ্ন, উনি আমাদের ছেড়ে পালিয়ে গেলেন কেন? এখন আমাদেরে কী হবে? নেতা ছাড়া প্রাণ বাঁচিয়ে কীভাবে আবার সংঘবদ্ধ হবেন- তা ভেবেও কুল পাচ্ছেন না একসময়ের শাসকদলের নেতা-কর্মীরা।

একই সঙ্গে প্রশ্ন উঠছে সোমবার রাতেই শেখ হাসিনার সজিদ ওয়াজেদ জয় জানিয়েছেন, তাঁর মা আশাহত। তিনি আর রাজনীতিতে ফিরবেন না। বাংলাদেশেও ফিরতেন চান না। আর এই বার্তায় হাসিনা বলছেন, তিনি না কি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন! সব মিলিয়ে প্রবল অনিশ্চিয়তা আর উদ্বেগে দিন কাটছে আওয়ামী লিগের নেতা-কর্মীদের।






Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version