Monday, May 5, 2025

গণপরিবহণ আয় বাড়াতে নয়া ভাবনা, এবার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালানোয় জোর রাজ্যের

Date:

সরকারি গণপরিবহণ থেকে আয় বাড়াতে রাজ্য সরকার বিভিন্ন বাস চলাচলের সংখ্যা বাড়ানোর উপর জোর দিচ্ছে। মঙ্গলবার নবান্নে পরিবহণ দফতরের পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মর্মে নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এজন্য প্রয়োজনে বাস কর্মীদের তিন শিফটের বদলে চার শিফটে কাজ করানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। আয় বাড়ানোর পাশপাশি সরকারি অর্থের অপব্যয় ও অপচয় কমাতেও বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকার পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর নীতি নিয়েছে। সম্প্রতি আর ১ হাজার ১৮০টি বৈদ্যুতিক বা ই-বাস কেনা হয়েছে। কিন্তু এ-ব্যাপারে সুপ্রিম কোর্টে মামলা চলার দরুন বাসগুলি এখনও পথে নামানো যায়নি। মামলার রায় সরকারের অনুকূলে গেলে ওই বাসগুলি দ্রুত পথে নামাতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতে পরিবহণ দফতরের আয় বাড়বে বলে মনে করা হচ্ছে।

সরকারি দফতরের অপচয় নিয়ে মাসখানেক আগে নবান্নের বৈঠকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবারে বিদ্যুতের অপচয় নিয়ে প্রকাশ্যে সরকারি অফিসের একাংশ কর্তা থেকে কর্মীর উদাসীন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার পরিবহণ দফতরের অপব্যয় নিয়েও তিনি সরব হলেন। সূত্রের খবর, নবান্নের বৈঠকে পরিবহণ দফতরের কর্তাদের উদ্দেশে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান, রাস্তায় সরকারি বাস কমছে, তবু তেলের জন্য খরচ বাড়ছে কেন? সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, মাইনে দিতে সমস্ত টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু আয় বাড়ছে না। এরপরই তিনি বাসের খরচ বৃদ্ধি নিয়ে গুরুতর ওই প্রশ্ন তোলেন।

আরও পড়ুন- অশান্তির চরমে বাংলাদেশ! এবার ঢাকায় বঙ্গবন্ধু মুজিবের মূর্তির মাথায় মূত্রত্যাগ আন্দোলনকারীদের

 

Related articles

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...

সন্ত্রাসীদের আশ্রয়দাতা! পালাতে গিয়ে নালায় ঝাঁপ দিয়ে মৃত্যু জঙ্গি মদতদাতার

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে...
Exit mobile version