Sunday, November 16, 2025

গণপরিবহণ আয় বাড়াতে নয়া ভাবনা, এবার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালানোয় জোর রাজ্যের

Date:

সরকারি গণপরিবহণ থেকে আয় বাড়াতে রাজ্য সরকার বিভিন্ন বাস চলাচলের সংখ্যা বাড়ানোর উপর জোর দিচ্ছে। মঙ্গলবার নবান্নে পরিবহণ দফতরের পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মর্মে নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এজন্য প্রয়োজনে বাস কর্মীদের তিন শিফটের বদলে চার শিফটে কাজ করানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। আয় বাড়ানোর পাশপাশি সরকারি অর্থের অপব্যয় ও অপচয় কমাতেও বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকার পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর নীতি নিয়েছে। সম্প্রতি আর ১ হাজার ১৮০টি বৈদ্যুতিক বা ই-বাস কেনা হয়েছে। কিন্তু এ-ব্যাপারে সুপ্রিম কোর্টে মামলা চলার দরুন বাসগুলি এখনও পথে নামানো যায়নি। মামলার রায় সরকারের অনুকূলে গেলে ওই বাসগুলি দ্রুত পথে নামাতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতে পরিবহণ দফতরের আয় বাড়বে বলে মনে করা হচ্ছে।

সরকারি দফতরের অপচয় নিয়ে মাসখানেক আগে নবান্নের বৈঠকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবারে বিদ্যুতের অপচয় নিয়ে প্রকাশ্যে সরকারি অফিসের একাংশ কর্তা থেকে কর্মীর উদাসীন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার পরিবহণ দফতরের অপব্যয় নিয়েও তিনি সরব হলেন। সূত্রের খবর, নবান্নের বৈঠকে পরিবহণ দফতরের কর্তাদের উদ্দেশে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান, রাস্তায় সরকারি বাস কমছে, তবু তেলের জন্য খরচ বাড়ছে কেন? সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, মাইনে দিতে সমস্ত টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু আয় বাড়ছে না। এরপরই তিনি বাসের খরচ বৃদ্ধি নিয়ে গুরুতর ওই প্রশ্ন তোলেন।

আরও পড়ুন- অশান্তির চরমে বাংলাদেশ! এবার ঢাকায় বঙ্গবন্ধু মুজিবের মূর্তির মাথায় মূত্রত্যাগ আন্দোলনকারীদের

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version