বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনয় থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়েছেন। এবার কি প্রযোজনার ক্ষেত্রেও তিনি সিনেজগত থেকে দূরত্ব বাড়াতে চাইছেন আমির খান(Amir K)? মায়ানগরীতে কান পাতলে শোনা যাচ্ছে বলিউডের নতুন ‘মহারাজা’ জুনেইদ খানকে (Junaid Khan) সমস্ত দায়িত্ব দিয়ে প্রযোজনা সংস্থা থেকে অবসর নিচ্ছেন সুপারস্টার।

আমির-পুত্রের বলিউডি ডেবিউ ইতিমধ্যেই বহুল প্রশংসিত। বিজ্ঞাপনী ছবিতে সহযোগী পরিচালকের কাজ করার অভিজ্ঞতা রয়েছে জুনেইদের। ‘পিকে’ (PK ) ছবির শুটিং সেটে সব সময় দেখা গেছে তাঁকে। মনে করা হচ্ছে এতকিছু দেখার পরেই ছেলের হাতেই প্রযোজনা সংস্থার দায়িত্ব ছাড়তে তৈরি বলিউড তারকা। কিন্তু জুনেইদ (Junaid Khan)কি তৈরি? প্রশ্ন শুনে মিষ্টি হেসে তারকা পুত্রের উত্তর, ‘বাবা বলেছিল, ‘আমি অবসর নিচ্ছি। তুমি দায়িত্ব নিচ্ছ না কেন?’ সেই জন্যই প্রযোজনার সংস্থার কাজে হস্তক্ষেপ করি। প্রযোজনা সংস্থার কাজ নিয়ে আমার ভাল জ্ঞান রয়েছে।’ অর্থাৎ আমির খানকে নিয়ে যা রয়েছে তার কিছুটা তো অবশ্যই ঘটতে চলেছে। জুনেইদের কথাতেই তা স্পষ্ট।
