দেশ ছাড়ার পর থেকে ভারতের আশ্রয়েই বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর হিন্ডন এয়ারবেসের বাইরে তাঁর জন্যই বাড়ানো হয়েছে নিরাপত্তাও। কিন্তু হাসিনার পরবর্তী পদক্ষেপ কী? তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তাই হাসিনাকে নিজের সিদ্ধান্ত নিতে সময় দিচ্ছে ভারত, জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনায় সর্বদল বৈঠক ডাকেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি স্পষ্ট জানান হাসিনা রয়েছেন দিল্লির আশ্রয়েই। তাঁকে ভারত পৌঁছে দিয়ে মঙ্গলবার সেনাকর্তাদের নিয়ে ঢাকা ফিরে গিয়েছে বাংলাদেশ সেনা বিমান। ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাইলেও তাতে সম্মতি দেয়নি ইংল্যান্ড প্রশাসন, এমনটাই সূত্রের দাবি। ফলে ভারতেই থাকছেন হাসিনা।


পরবর্তীতে তিনি কোন পদক্ষেপ নেবেন তা নিয়েও সিদ্ধান্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীই নেবেন, বৈঠকে জানান বিদেশমন্ত্রী। সেই সঙ্গে তাঁর উপর কোনও চাপ প্রয়োগ করছে না ভারত। তাঁকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেওয়ার হচ্ছে বলেও জানান জয়শঙ্কর। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে।
