Saturday, November 8, 2025

গাজ়িয়াবাদ থেকে উড়ল হাসিনার বিমান! পরবর্তী গন্তব্য দিল্লি, লন্ডন নাকি অন্য কোথাও?

Date:

গতকাল, সোমবার দুপুরে পদত্যাগ করার পর দেশ ছেড়ে ভারতে এসেছিলেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sekh Hasina)। যে বিশেষ বিমানে তিনি ভারতে পৌঁছেছিলেন, আজ, মঙ্গলবার সকালে তা পরবর্তী গন্তব্যের উদ্দেশে উড়ে গিয়েছে। এদিন সকাল ৯টা নাগাদ গাজ়িয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে তা রওনা দিয়েছে বলেই জানা যাচ্ছে। কিন্তু বিমানটিতে আদৌ হাসিনা ছিলেন কিনা তা স্পষ্ট নয়।

হাসিনা এবং তাঁর বোন রেহানা রাত কাটিয়েছেন গাজ়িয়াবাদের হিন্ডন এয়ারবেসেই। একটি সূত্র জানাচ্ছে, আরও কিছুদিন দিন গাজ়িয়াবাদেই থাকতে পারেন তিনি। এখনও পর্যন্ত কোনও পক্ষ আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

সূত্রের খবর, বাংলাদেশ ছেড়ে ভারত হয়ে লন্ডনে যেতে চেয়েছেন হাসিনা (Sekh Hasina)। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে সবচেয়ে নিরাপদ স্থান লন্ডন বলেই মনে করছেন হাসিনা। কিন্তু ব্রিটেন থেকে এখনও সবুজ সঙ্কেত মেলেনি। সেই কারণেই আরও কিছু দিন তাঁকে ভারতে থাকতে হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ব্রিটেন যদি হাসিনাকে একেবারে না করে দেয়, সেক্ষেত্রেও ইউরোপেই কোনও দেশই তাঁর প্রথম পছন্দ। হাসিনার বোন রেহানার ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে। সেক্ষেত্রে তিনিও রেহানার সঙ্গেই যেতে চাইছেন। অন্যদিকে, হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় আমেরিকায় থাকেন। তাঁর কন্যা সাইমা ওয়াজেদ থাকেন দিল্লিতে। কিন্তু শেষপর্যন্ত হাসিনা কোথায় যাবেন, তা জানার জন্য অপেক্ষা করতেই হবে।

আরও পড়ুন: ঘোলা জলে মাছ ধরছে সেনা! প্রতিবাদী পড়ুয়ারা চান অন্তর্বর্তী সরকারের প্রধান হোন ইউনুস

 

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version