মুখ্যমন্ত্রীর পরামর্শ মানল ফেডারেশন

মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে নিয়ে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফেডারেশন। ফেডারেশন এনিয়ে বৈঠক করে এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী যে পরামর্শগুলি দিয়েছিলেন সেগুলি অক্ষরে অক্ষরে পালন করার কথা বলা হয়। ফেডারেশনের পক্ষে স্বরূপ বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক। তিনি যে পরামর্শ দেবেন সেটাই নির্দেশ। সেই নির্দেশ মেনেই রাহুলের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হচ্ছে। ফলে তার শুটিং পরিচালনার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

আরও পড়ুন- যোগ্যশ্রী প্রকল্পে এবার সিভিল সার্ভিসের প্রশিক্ষণের সুযোগ রাজ্যে