ফোগতের লড়াইকে কুর্নিশ: কুস্তিগিরকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি অভিষেকের

মাত্র ১০০ গ্রাম না কি ওজন বেশি! এই কারণ শুধু পদক ছাড়াই হয় অলিম্পিক থেকেই ছিটকে গেলেন প্রতিবাদী কুস্তিগির ভিনেশ ফোগত (Vinesh Phogat)। এই বিষয় নিয়ে রহস্যদানা বেঁধেছে। দেশজুড়ে বিক্ষোভের ঢেউ। এই মধ্যেই ভিনেশের পাশে দাঁড়িয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই পরিস্থিতিতে ভিনেশকে দেশের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানান তৃণমূল সাংসদ।বুধবার, সন্ধেয় নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন,
“অসাধারণ দক্ষতার জন্য ভিনেশ ফোগতকে ভারতরত্ন প্রদান অথবা তাঁকে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ করার বিষয়ে সরকার ও বিরোধীদের একজোট হয়ে উপায় খুঁজে বের করা উচিত। তিনি যে বিশাল লড়াইয়ের করেছেন তার জন্য আমরা এটুকুই করতে পারি। কোনও পদকই তাঁর সত্যিকারের দক্ষতাকে পুরোপুরি প্রতিফলিত করতে পারে না।“

ভিনেশের ঘটনা নিয়ে এদিন সংসদেও বিক্ষোভ দেখান তৃণমূল-সহ ইন্ডিয়ার সাংসদরা। লোকসভাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর বক্তব্যের পরে দেশের খেলোয়াড়দের পাশে থাকা নিয়ে সরকারের দুর্বলতার প্রতিবাদ করে ওয়াক আউট করেন বিরোধী দলের সাংসদরা। মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেবও এই প্রতিবাদে যোগ দেন। বিরোধী সাংসদদের দাবি, যেভাবে নাটকীয় টেকনিকাল বিষয়কে সামনে এনে ভিনেশ ফোগতকে বের করে দেওয়া হয়েছে তাতে গোটা দেশ বিধ্বস্ত। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এগিয়ে আসা উচিত এবং এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। ইন্ডিয়া জোট তাঁর জন্য ন্যায়ের দাবিতে দৃঢ় অবস্থান নিচ্ছে বলে জানান সাংসদরা।

এর পরেই ভিনেশের জন্য দেশের সর্বোচ্চ সম্মানের দাবি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।






Previous articlePMLA মামলায় দশ বছরে ১ শতাংশেরও কম বিচার! সংসদে স্বীকার বিজেপির
Next articleগ্রামীণ এলাকায় ডেঙ্গি এবং ম্যালেরিয়া রুখতে বিশেষ অ্যাপ চালু পঞ্চায়েত দফতরের