Saturday, November 8, 2025

ফোগতের লড়াইকে কুর্নিশ: কুস্তিগিরকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি অভিষেকের

Date:

মাত্র ১০০ গ্রাম না কি ওজন বেশি! এই কারণ শুধু পদক ছাড়াই হয় অলিম্পিক থেকেই ছিটকে গেলেন প্রতিবাদী কুস্তিগির ভিনেশ ফোগত (Vinesh Phogat)। এই বিষয় নিয়ে রহস্যদানা বেঁধেছে। দেশজুড়ে বিক্ষোভের ঢেউ। এই মধ্যেই ভিনেশের পাশে দাঁড়িয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই পরিস্থিতিতে ভিনেশকে দেশের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানান তৃণমূল সাংসদ।বুধবার, সন্ধেয় নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন,
“অসাধারণ দক্ষতার জন্য ভিনেশ ফোগতকে ভারতরত্ন প্রদান অথবা তাঁকে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ করার বিষয়ে সরকার ও বিরোধীদের একজোট হয়ে উপায় খুঁজে বের করা উচিত। তিনি যে বিশাল লড়াইয়ের করেছেন তার জন্য আমরা এটুকুই করতে পারি। কোনও পদকই তাঁর সত্যিকারের দক্ষতাকে পুরোপুরি প্রতিফলিত করতে পারে না।“

ভিনেশের ঘটনা নিয়ে এদিন সংসদেও বিক্ষোভ দেখান তৃণমূল-সহ ইন্ডিয়ার সাংসদরা। লোকসভাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর বক্তব্যের পরে দেশের খেলোয়াড়দের পাশে থাকা নিয়ে সরকারের দুর্বলতার প্রতিবাদ করে ওয়াক আউট করেন বিরোধী দলের সাংসদরা। মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেবও এই প্রতিবাদে যোগ দেন। বিরোধী সাংসদদের দাবি, যেভাবে নাটকীয় টেকনিকাল বিষয়কে সামনে এনে ভিনেশ ফোগতকে বের করে দেওয়া হয়েছে তাতে গোটা দেশ বিধ্বস্ত। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এগিয়ে আসা উচিত এবং এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। ইন্ডিয়া জোট তাঁর জন্য ন্যায়ের দাবিতে দৃঢ় অবস্থান নিচ্ছে বলে জানান সাংসদরা।

এর পরেই ভিনেশের জন্য দেশের সর্বোচ্চ সম্মানের দাবি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।






Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version