Friday, July 4, 2025

কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বেছে বেছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অর্থ তছরুপ মামলা (PMLA) দেওয়া, এটা যে বিজেপি সরকারের নিছক রাজনৈতিক প্রতিহিংসা ছিল তা সংসদে নিজেরাই মেনে নিল বিজেপি সরকার। বারবার তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছিল এজেন্সি দিয়ে বিরোধীদের দমন নীতির। এবার কার্যত সেই দাবিই প্রমাণিত হল যখন লোকসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) প্রতিমন্ত্রী পরিসংখ্যান দিলেন দশ বছরে ১ শতাংশেরও কম অর্থ তছরুপ মামলায় দোষী সাব্যস্ত করা গিয়েছে।

বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityananda Rai) জানিয়েছেন গত দশ বছরে পিএমএলএ (PMLA)-র অধীনে নথিভুক্ত হয়েছে ৫,২৯৭ টি মামলা। তার মধ্যে মাত্র ৪০টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। অর্থ তছরুপ প্রতিরোধ আইন,২০০২ এর অধীনে গত দশ বছরের মধ্যে সব থেকে বেশি মামলা করা হয়েছে ২০২১ এবং ২০২২ সালে। ২০২১ সালে মামলা হয়েছিল ১১৬৬ টি।আর শাস্তি হয়েছে মাত্র ২ টি মামলায়। ২০২২ সালে মামলা হয়েছে মোট ১০৭৪ টি। আর শাস্তি হয়েছে ৮ টি মামলায়।

পরিসংখ্যানে স্পষ্ট মামলা ও তার ফলাফলের তারতম্য। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ইউপিএ (UPA) সরকারের আমলে শাস্তি পাওয়ার চেয়ে বেকসুর খালাস পাওয়ার সংখ্যা বেশি। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ),১৯৬৭ এর অধীনে গত ৯ বছরে মোট মামলা হয়েছে ৮৭১৯ টি। এর মধ্যে ৫৬৭ টি মামলায় অভিযুক্ত খালাস পেয়েছে। মাত্র ২২২ টি মামলায় অভিযুক্তের শাস্তি হয়েছে। অন্যদিকে, রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, ২০১৯ সাল থেকে রাজনীতিবিদদের বিরুদ্ধে পিএমএলএ-এর অধীনে ১৩২ টি মামলা নথিভুক্ত করা হয়েছে৷এর মধ্যে, ৫ টি মামলার বিচার সম্পন্ন হয়েছে এবং ১ টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে।

বিজেপি আমলে হাজার হাজার মামলা হলেও তা কতটা ভিত্তিহীন তা পরিসংখ্যানেই প্রমাণিত। যদিও সেই তত্ত্বকে ধামাচাপা দিতে মরিয়া স্বৈরাচারী মোদি সরকার। বারবার ইউপিএ আমলে বিচার প্রক্রিয়া শেষ হওয়া মামলার সঙ্গে তুলনা না করে খালাস পাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে তাঁদের রিপোর্টে।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version