Thursday, December 18, 2025

বৃহস্পতিবার শপথ অন্তর্বর্তী সরকারের, বাংলাদেশে নির্বাচনের দাবি তারেকের

Date:

Share post:

বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সোমবার ঘোষণা করেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে দেশের নতুন সরকার প্রতিষ্ঠা করা হবে। ছাত্র সমন্বায়ক ও রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা সাপেক্ষে সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবারই অন্তর্বর্তী সরকারের শপথের ঘোষণা করলেন সেনাপ্রধান। তার আগেই দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের শীর্ষে স্থান পাওয়া নোবেলজয়ী মহম্মদ ইউনুস।

সূত্রের খবর বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছাবেন মহম্মদ ইউনুস। এরপরই বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলে জানান ওয়াকার। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জন, জানান তিনি। সেই সঙ্গে ইউনুসকে সব ধরনের সহযোগিতা সেনাবাহিনী করবে বলেও জানান তিনি।

অন্যদিকে অন্তর্বর্তী সরকার গঠন হলেও নতুন করে নির্বাচন করে সরকার গঠনের দাবিতে সরব হল বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার ভার্চুয়ালি যোগ দেন বিএনপি-র সম্মেলনে। তিনি বলেন, দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। নতুন সরকার গঠন না হলে জনগন যে উদ্দেশ্যে পুরোনোকে বিদায় জানিয়েছেন তার উদ্দেশ্য সাধন হবে না। এই পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিতে দেশবাসীর প্রতি অনুরোধ করেন তিনি। তিনি বলেন, নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না।

সেই সঙ্গে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেও বার্তা দেন তিনি। তিনি দাবি করেন, “ক্ষমতায় টিকে থাকতে গণহত্যাকারী শেখ হাসিনা পুলিশকে ব্যবহার করেছে। পুলিশ জনগণের শত্রু নয়, পুলিশের একটি গোষ্ঠী সংস্থাটির মনোবল ভেঙে দিতে কাজ করছে। দেশের প্রতিটি মানুষ যে বিশ্বাসের হোক তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সকলের।”

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...