Thursday, November 13, 2025

বিনেশ ফোগত ইস্যুতে আইওএ সভাপতি পিটি ঊষাকে অল-আউট ঝাঁপানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Date:

মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বিনেশ ফোগতকে প্যারিস অলিম্পিক থেকে বাতিল করা হয়েছে। বিনেশের বিরুদ্ধে এই সিদ্ধান্তে হতাশ গোটা দেশ। উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষার সঙ্গে এই প্রসঙ্গে টেলিফোনে কথাও বলেছেন। ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষাকে অল-আউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বিনেশের পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন। নিজের কতটা কষ্ট হয়েছে, সেটাও জানিয়েছেন। পিটি ঊষাকে প্রতিবাদ জানানোর কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

ওজন বেশি থাকার অভিযোগে কুস্তিগীর ভিনেশ ফোগত অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজের পোস্টে মোদি বিনেশকে দেশের গর্ব বলে দাবি করেন। এরই পাশাপাশি বিনেশ প্রত্যেক ভারতীয়ের অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন ৷ ভারতের সামনে আর কি বিকল্প আছে তা খতিয়ে দেখার নির্দেশ। যথাযথ অ্যাকশনের আশ্বাস প্রধানমন্ত্রীর। বিনেশকে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন বলে উল্লেখ করেন। বিকল্প না থাকলে আইওকে তীব্র প্রতিবাদ জানানোর নির্দেশ।

বিনেশের জন্য়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন নেটপাড়ার বাসিন্দারাও। প্যারিস অলিম্পিকের ৫০ কেজি কুস্তির ফাইনালে উঠেছিলেন বিনেশ ফোগত৷ অন্তত রুপো জয় নিশ্চিত ছিল তার৷ কিন্তু সকালেই খবর আসে, নির্ধারিত ৫০ কেজি থেকে মাত্র ১০০ গ্রাম বেশি ওজন হওয়ায় অলিম্পিক থেকেই ছিটকে গিয়েছেন ফোগত ৷ ফলে শেষ হয়ে যায় তাঁর পদক জয়ের স্বপ্ন। প্রধানমন্ত্রী পিটি ঊষার সঙ্গে কথা বলে তাঁর থেকে গোটা বিষয়টা সবিস্তারে প্রথমে জানতে চান। এই পরিপ্রেক্ষিতে ভারতের সামনে কী কী বিকল্প রয়েছে, সেকথাও তিনি জিজ্ঞেস করেন ।

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, বিনেশ, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। তুমি ভারতের গর্ব এবং প্রতিটি ভারতবাসীর জন্য অনুপ্রেরণার অপর নাম। আজকের এই সংবাদটা খুবই বেদনাদায়ক। আমি যে কী চরম হতাশ সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে পাশাপাশি আমি এও জানি, যে তুমি কখনও হার মান না। সবসময় সব চ্যালেঞ্জের সামনে থেকে মোকাবিলা কর। আরও শক্তিশালী হয়ে ফিরে এস। আমরা সকলেই তোমার হয়ে গলা ফাটাব।’

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version