Saturday, August 23, 2025

বিনেশ ফোগত ইস্যুতে আইওএ সভাপতি পিটি ঊষাকে অল-আউট ঝাঁপানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Date:

মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বিনেশ ফোগতকে প্যারিস অলিম্পিক থেকে বাতিল করা হয়েছে। বিনেশের বিরুদ্ধে এই সিদ্ধান্তে হতাশ গোটা দেশ। উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষার সঙ্গে এই প্রসঙ্গে টেলিফোনে কথাও বলেছেন। ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষাকে অল-আউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বিনেশের পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন। নিজের কতটা কষ্ট হয়েছে, সেটাও জানিয়েছেন। পিটি ঊষাকে প্রতিবাদ জানানোর কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

ওজন বেশি থাকার অভিযোগে কুস্তিগীর ভিনেশ ফোগত অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজের পোস্টে মোদি বিনেশকে দেশের গর্ব বলে দাবি করেন। এরই পাশাপাশি বিনেশ প্রত্যেক ভারতীয়ের অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন ৷ ভারতের সামনে আর কি বিকল্প আছে তা খতিয়ে দেখার নির্দেশ। যথাযথ অ্যাকশনের আশ্বাস প্রধানমন্ত্রীর। বিনেশকে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন বলে উল্লেখ করেন। বিকল্প না থাকলে আইওকে তীব্র প্রতিবাদ জানানোর নির্দেশ।

বিনেশের জন্য়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন নেটপাড়ার বাসিন্দারাও। প্যারিস অলিম্পিকের ৫০ কেজি কুস্তির ফাইনালে উঠেছিলেন বিনেশ ফোগত৷ অন্তত রুপো জয় নিশ্চিত ছিল তার৷ কিন্তু সকালেই খবর আসে, নির্ধারিত ৫০ কেজি থেকে মাত্র ১০০ গ্রাম বেশি ওজন হওয়ায় অলিম্পিক থেকেই ছিটকে গিয়েছেন ফোগত ৷ ফলে শেষ হয়ে যায় তাঁর পদক জয়ের স্বপ্ন। প্রধানমন্ত্রী পিটি ঊষার সঙ্গে কথা বলে তাঁর থেকে গোটা বিষয়টা সবিস্তারে প্রথমে জানতে চান। এই পরিপ্রেক্ষিতে ভারতের সামনে কী কী বিকল্প রয়েছে, সেকথাও তিনি জিজ্ঞেস করেন ।

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, বিনেশ, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। তুমি ভারতের গর্ব এবং প্রতিটি ভারতবাসীর জন্য অনুপ্রেরণার অপর নাম। আজকের এই সংবাদটা খুবই বেদনাদায়ক। আমি যে কী চরম হতাশ সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে পাশাপাশি আমি এও জানি, যে তুমি কখনও হার মান না। সবসময় সব চ্যালেঞ্জের সামনে থেকে মোকাবিলা কর। আরও শক্তিশালী হয়ে ফিরে এস। আমরা সকলেই তোমার হয়ে গলা ফাটাব।’

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version