Sunday, August 24, 2025

সেনা দায়িত্ব নেওয়ার পরেও পরিস্থিতির একটুও বদল হয়নি। অস্থির, অগ্নিগর্ভ বাংলাদেশে অব্যাহত গনহত্যা। মৃত্যু মিছিল। সবচেয়ে বেশি আক্রমণ ধেয়ে আসছে শেখ হাসিনার দল আওয়ামী লিগ (Awami League) নেতা-কর্মীদের উপর। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পরই ‘অভিভাবকহীন’ হয়ে পড়ে আওয়ামী লিগ নেতা – কর্মীরা। শুধু একের পর এক পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া কিংবা অগ্নিসংযোগ নয়, বেছে বেছে খুন করা হচ্ছে আওয়ামী লিগ পার্টির নেতা কর্মীদের।

গত, সোমবার থেকে বাংলাদেশ জুড়ে হিংসার ঘটনায় বহু আওয়ামী লিগ (Awami League) কর্মী ও সমর্থক নিহত হয়েছেন। কোথাও ঘরে আগুন লাগিয়ে দিয়ে চলছে লুটতরাজ। রেহাই পাচ্ছেন না শেখ হাসিনার দলের কর্মীদের পরিবারও। আজ, বুধবার আওয়ামী লীগের আরও অন্তত ৩০ জন নেতা-কর্মীর দেহ উদ্ধার হয়েছে।

পরিস্থিতি এমনই যে, প্রাণ বাঁচাতে ভারতেও চলে আসছেন কেউ কেউ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে, গত সোমবার সাতক্ষীরায় উন্মত্ত জনতার হাতে নিহত হয়েছেন ১০ জন আওয়ামী লিগ কর্মী। একই দিনে কুমিল্লায় নিহত হয়েছেন অন্তত ১১ জন, তাঁদের মধ্যে পাঁচ জন কিশোর। প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ শাহ আলমের বাড়ি ভস্মীভূত। সেখানে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। মঙ্গলবার আগুন লাগিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদ শফিকুল ইসলাম শিমূলের বাড়িতেও। সেখানে চার জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আওয়ামী লীগের যুবলীগের দুই নেতার দেহ উদ্ধার করা হয়েছে সোনাগাজী উপজেলায়। লালমনিরহাট থেকে জেলা আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের বাড়ি থেকে ছয় জনের দেহ মিলেছে। বগুড়াতেও দুই যুবলীগ নেতাকে কুপিয়ে খুন করেছে উন্মত্ত জনতা।

আরও পড়ুন: ফিরছেন মহম্মদ ইউনুস, বাংলাদেশে সমাবেশ মঞ্চ প্রস্তুত বিএনপির

 

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version