Saturday, July 5, 2025

৩৪ বছরের অপশাসন শাসনেই ডুবেছে CPIM! বামেদের শূন্যের ব্যাখ্যায় তীব্র কটাক্ষ SUCI-এর

Date:

“বামপন্থাকে আত্মসাৎ করে প্রথমে CPI, তার পর সিপিএম রাজত্ব চালিয়েছে। প্রমোটাররাজ, সিন্ডিকেটরাজ, তোলাবাজির রাজত্ব চলেছে। আগে তো কে চাকরি করবে, কে কাজ পাবে, কার সঙ্গে কার বিয়ে হবে এসবও সিপিএম ঠিক করত। সিপিএম কি ৩৪ বছরে কী ভুল করেছে সেটা স্বীকার করেছে?” বামেদের শূন্য নিয়ে প্রতিষ্ঠাতা সম্পাদক শিবদাস ঘোষের ৪৮ তম প্রয়াণদিবসে রানি রাসমণি রোডে জনসমাবেশ থেকে তীব্র কটাক্ষ করলেন দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ (Prabhas Ghosh)। তাঁর অভিযোগ ৩৪ বছরের সিপিএমের অপশাসনের ফলেই এই পরিণতি।রানি রাসমণি রোডে এসইউসিআই-এর জনসমাবেশ থেকে CPIM-কে তীব্র কটাক্ষ করে সাধারণ সম্পাদক বলেন, ৩৪ বছরের অপশাসনের ভুল থেকে তাদের এই ফল হয়েছে। নতুন করে জনমত নিয়ে আর কী হবে? তারা তাদের ভুল স্বীকার করুক। প্রভাসের (Prabhas Ghosh) কথায়, “সিপিএম এখন জনমত সংগ্রহ করছে কেন তাদের ভোট কমল। এর জন্য জনমতের কী দরকার। তারা কি জানে না ৩৪ বছর কী অপশাসন তারা করেছে?”

এসইউসিআই-এর সাধারণ সম্পাদক বলেন, “শিবদাস ঘোষ বলতেন, যাঁরা প্রকৃত বামপন্থী নিজের ভুল স্বীকার করে। এরা তা স্বীকার করেনি। তার জন্যই এই পরিণতি। আজ তাদের সংসদে দুটো আসনের জন্য লড়তে হচ্ছে।” তবে তাঁর ও দলের অবস্থান স্পষ্ট করে প্রভাস ঘোষ বলেন, “আমরা সিপিএম বিরোধী কোনও বিদ্বেষ নিয়ে চলি না। আমরা চাই সিপিএম তাদের ভুল স্বীকার করুক। বলুক তারা ভুল করেছে। এই নন্দীগ্রামে সিপিএম ক্যাডার দিয়ে গণধর্ষণ পর্যন্ত করেছে। এ মানুষ মেনে নিতে পারে না।”

লোকসভা ভোটের প্রেক্ষিতে দলের প্রতিষ্ঠাতা সম্পাদক শিবদাস ঘোষের বক্তব্য উল্লেখ করে প্রভাস জানান, “তিনি যা বলেছিলেন এই নির্বাচনে তাই হয়েছে। বুর্জোয়া পলিটিক্স কতটা অধঃপাতিত সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কাদা ছোড়াছুড়ি চলছে, কদর্যতা প্রদর্শন চলছে। বুর্জোয়া সংসদীয় রাজনীতি ক্লেদাক্ত চেহারা নিয়েছে।” এই পরিস্থিতিতে শিবদাস ঘোষের পথেই চলতে হবে- মনে করে SUCI।






Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version