Saturday, July 5, 2025

প্রথম ম্যাচ রেফারি হিসেবে ৪০০ ওয়ানডে পরিচালনার রেকর্ড গড়লেন রঞ্জন মাদুগালে

Date:

প্রথম ম্যাচ রেফারি হিসেবে ৪০০ ওয়ানডে পরিচালনার রেকর্ড গড়লেন রঞ্জন মাদুগালে। কলম্বোয় ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই অনন্য রেকর্ড গড়লেন মাদুগালে। শ্রীলঙ্কার হয়ে ২১টি টেস্ট ও ৬৩টি ওয়ানডে খেলেছেন তিনি। মাদুগালের আইসিসির ম্যাচ রেফারি হিসেবে অভিষেক ১৯৯৩ সালের ১ ডিসেম্বর। সে মাসেই পাকিস্তান ও জিম্বাবোয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে অভিষেক হয় তাঁর।

বেশ কিছু দিন ধরেই ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচ রেফারির দায়িত্ব পালনের রেকর্ডটি মাদুগালের দখলে। ৪০০টি ওয়ানডের পাশাপাশি এখনও পর্যন্ত ২১৬টি টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন ৬৫ বছর বয়সী মাদুগালে। এমনকী, ১৩০টি ম্যাচও পরিচালনা করেছেন তিনি। একসময় আইসিসির প্রথম প্রধান ম্যাচ রেফারির দায়িত্বেও ছিলেন তিনি, যদিও পরে সে পদ তুলে দেয় আইসিসি। এখন আইসিসির এলিট প্যানেলের সদস্য তিনি।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য সর্বোচ্চ পরিচালনা করা ম্যাচের সংখ্যার দিক দিয়ে দুইয়ে আছেন মাদুগালে (১৬৩)। তাঁর আগে আছেন নিউজিল্যান্ডের জেফ ক্রো, যিনি পরিচালনা করেছেন ১৮৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

রেকর্ড গড়ার দিনে মাদুগালেকে সম্মান জানিয়ে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ও পরবর্তী সময় আম্পায়ারদের পারফরম্যান্স ও ট্রেনিং ম্যানেজার সাইমন টউফেল বলেছেন, ‘রঞ্জনের দীর্ঘস্থায়িত্ব অসাধারণ। আমার আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ারের শুরু এবং শেষে ছিল সে।’ তিনি আরও বলেন, ‘সে শ্রীলঙ্কা, আইসিসি এবং ক্রিকেট খেলার জন্য গুরুত্ব ও স্বচ্ছতার সঙ্গে সেবা করে গিয়েছে।

 

Related articles

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...

কাটোয়ায় বিস্ফোরণ! উড়ে গেল বাড়ির চাল, মৃত ১

শুক্রবার সন্ধ্যায় কাটোয়ার পরিত্যক্ত বাড়িতে হঠাৎ বিস্ফোরণ। ভেঙে পড়ে বাড়ির দেওয়াল, উড়ে যায় চাল। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে...
Exit mobile version