Thursday, August 28, 2025

সংখ্যালঘুদের উপর হামলা নয়, ধর্মস্থানে আঘাত নয়!দলকে নির্দেশ খালেদা জিয়ার

Date:

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন সেই সোমবার। সেনা বাহিনীর তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল, বৃহস্পতিবার নতুন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। বিদেশ থেকে ফিরছেন তিনি। এদিকে রাষ্ট্রপতির নির্দেশে জেল মুক্ত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া (Khaleda Zia)। শেখ হাসিনার পার্টি আওয়ামী লিগ উৎখাত হওয়া পর আক্রমণের শিকার হচ্ছেন দলের নেতা-কর্মীরা। হসিনা দেশ ছাড়ার পর এমন অন্তত ৩০ জনেক লাশ পাওয়া গিয়েছে। এরকম এক পরিস্থিতিতে জনতার রাস এখন অনেকটাই বিএনপির হাতে।

এর মধ্যেই ঢাকার নয়া পল্টনে একটি বিশাল সভা করেছে বিএনপি। সেই সভায় মানুষের সাড়া নজর কেড়েছে। সভামঞ্চ থেকে বলা হয়েছে গোলমালের এই সময় কোনওভাবেই যেন সংখ্যালঘুদের উপরে নির্যাতন না হয়। তাদের ধর্মস্থানে যেন হাত পড়ে। বহু বছর পর পাসপোর্ট হাতে পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। জেল থেকে ছাড়া পেয়ে তিনি এখন হাসপাতালে। চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার তোড়জোড় করছে বিএনপি নেতৃত্ব।

নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদার সঙ্গে সাক্ষাতের পর ফখরুল ইসলাম বলেন, “বহুদিন পর মুক্ত বেগম খালেদা জিয়াকে দেখলাম। তিনি মানসিকভাবে ভালো আছেন, শারীরিকভাবে তাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল। পুরো বিষয় পর্যবেক্ষণ করেছেন। তিনি পুরো বিষয় জানেন।”

ফখরুল বলেন, পড়ুয়াদের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিছে। এর জন্য বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের ও দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি সবাইকে তিনি শান্ত থাকতে বলেছেন, ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সরকার এত দিন ধরে নির্যাতন-নিপীড়ন করলেও প্রতিশোধের মানসিকতা রাখা যাবে না। সবাই মিলে এই দেশ গড়ে তুলতে হবে।

গোলমালের সুযোগ নিয়ে দেশের বেশকিছু অংশ সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে। এনিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে চেয়ারপার্সন বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলা বা নির্যাতনের কোনও ঘটনায় বিএনপি-যুবদল-ছাত্রদল কোনওভাবেই যুক্ত হবে না। যুবদল-ছাত্রদলকে দেশের প্রতিটি এলাকায় মন্দির-উপাসনালয় দেখে রাখার দায়িত্ব পালন করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা দূর করতে বিএনপি-যুবদল-ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এটাই দলের সিদ্ধান্ত।

আরও পড়ুন: অশান্তির মাঝেও সম্প্রীতির বার্তা! সংখ্যালঘুদের রক্ষা করতে বাংলাদেশে মন্দির পাহারায় মুসলিমরা

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version