Monday, November 10, 2025

দুর্বল মোদি সরকার! ভিনেশের পক্ষে বিচার চেয়ে ওয়াকআউট তৃণমূল সহ বিরোধী সাংসদদের

Date:

Share post:

ভিনেশ ফোগতের পদক হাতছাড়ার থেকেও বেশি যে পথে অলিম্পিক থেকেই ছিটকে দেওয়া হল প্রতিবাদী কুস্তিগিরকে তাতেই বিক্ষোভের ঢেউ গোটা দেশ জুড়ে। তার ব্যতিক্রম হল না লোকসভাও। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর লোকসভার বক্তব্যের পরে দেশের খেলোয়াড়দের পাশে থাকা নিয়ে সরকারের দুর্বলতার প্রতিবাদ করে ওয়াক আউট করেন বিরোধী দলের সাংসদরা। মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেবও এই প্রতিবাদে যোগ দেন।

বিরোধী সাংসদদের দাবি, যেভাবে নাটকীয় টেকনিকাল বিষয়কে সামনে এনে ভিনেশ ফোগতকে বের করে দেওয়া হয়েছে তাতে গোটা দেশ বিধ্বস্ত। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এগিয়ে আসা উচিত এবং এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। ইন্ডিয়া জোট তাঁর জন্য ন্যায়ের দাবিতে দৃঢ় অবস্থান নিচ্ছে বলে জানান সাংসদরা।

সাংসদ সুস্মিতা দেব দাবি করেন, ভিনেশকে গোটা দেশ চ্যাম্পিয়ন হিসাবেই দেখছে। “আশঙ্কা করছি গোটাটাই ষড়যন্ত্র। ফাইনালের আগেই কী এমন হল যে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থেকে গেল?”, প্রশ্ন সাংসদের।

তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা জানান, ভিনেশ একজন যোগ্য এবং প্রতিশ্রুতিপূর্ণ খেলোয়াড়। তিনি একজন বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করেছিলেন এবং বুধবার রাতে তাঁর আরও একজন বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল। তাঁর বিষয়ে সরকারের পদক্ষেপ দাবি করেন সাংসদ।

শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্ত প্রশ্ন করেন, কেনিয়ার মহিলা প্রতিযোগী ৫০০০ মিটার দৌড়ের ক্ষেত্রে বাতিল হয়ে গিয়েছিলেন এই অলিম্পিকেই। তারপরে কেনিয়ার প্রবল প্রতিবাদের মুখে তাঁকে ফের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল অলিম্পিক সংস্থা। তিনি প্রশ্ন তোলেন কেন্দ্রের সরকার এই পরিস্থিতিতে কী করছে।

spot_img

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...