Tuesday, November 4, 2025

দুর্বল মোদি সরকার! ভিনেশের পক্ষে বিচার চেয়ে ওয়াকআউট তৃণমূল সহ বিরোধী সাংসদদের

Date:

Share post:

ভিনেশ ফোগতের পদক হাতছাড়ার থেকেও বেশি যে পথে অলিম্পিক থেকেই ছিটকে দেওয়া হল প্রতিবাদী কুস্তিগিরকে তাতেই বিক্ষোভের ঢেউ গোটা দেশ জুড়ে। তার ব্যতিক্রম হল না লোকসভাও। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর লোকসভার বক্তব্যের পরে দেশের খেলোয়াড়দের পাশে থাকা নিয়ে সরকারের দুর্বলতার প্রতিবাদ করে ওয়াক আউট করেন বিরোধী দলের সাংসদরা। মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেবও এই প্রতিবাদে যোগ দেন।

বিরোধী সাংসদদের দাবি, যেভাবে নাটকীয় টেকনিকাল বিষয়কে সামনে এনে ভিনেশ ফোগতকে বের করে দেওয়া হয়েছে তাতে গোটা দেশ বিধ্বস্ত। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এগিয়ে আসা উচিত এবং এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। ইন্ডিয়া জোট তাঁর জন্য ন্যায়ের দাবিতে দৃঢ় অবস্থান নিচ্ছে বলে জানান সাংসদরা।

সাংসদ সুস্মিতা দেব দাবি করেন, ভিনেশকে গোটা দেশ চ্যাম্পিয়ন হিসাবেই দেখছে। “আশঙ্কা করছি গোটাটাই ষড়যন্ত্র। ফাইনালের আগেই কী এমন হল যে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থেকে গেল?”, প্রশ্ন সাংসদের।

তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা জানান, ভিনেশ একজন যোগ্য এবং প্রতিশ্রুতিপূর্ণ খেলোয়াড়। তিনি একজন বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করেছিলেন এবং বুধবার রাতে তাঁর আরও একজন বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল। তাঁর বিষয়ে সরকারের পদক্ষেপ দাবি করেন সাংসদ।

শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্ত প্রশ্ন করেন, কেনিয়ার মহিলা প্রতিযোগী ৫০০০ মিটার দৌড়ের ক্ষেত্রে বাতিল হয়ে গিয়েছিলেন এই অলিম্পিকেই। তারপরে কেনিয়ার প্রবল প্রতিবাদের মুখে তাঁকে ফের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল অলিম্পিক সংস্থা। তিনি প্রশ্ন তোলেন কেন্দ্রের সরকার এই পরিস্থিতিতে কী করছে।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...