Monday, January 12, 2026

দুর্বল মোদি সরকার! ভিনেশের পক্ষে বিচার চেয়ে ওয়াকআউট তৃণমূল সহ বিরোধী সাংসদদের

Date:

Share post:

ভিনেশ ফোগতের পদক হাতছাড়ার থেকেও বেশি যে পথে অলিম্পিক থেকেই ছিটকে দেওয়া হল প্রতিবাদী কুস্তিগিরকে তাতেই বিক্ষোভের ঢেউ গোটা দেশ জুড়ে। তার ব্যতিক্রম হল না লোকসভাও। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর লোকসভার বক্তব্যের পরে দেশের খেলোয়াড়দের পাশে থাকা নিয়ে সরকারের দুর্বলতার প্রতিবাদ করে ওয়াক আউট করেন বিরোধী দলের সাংসদরা। মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেবও এই প্রতিবাদে যোগ দেন।

বিরোধী সাংসদদের দাবি, যেভাবে নাটকীয় টেকনিকাল বিষয়কে সামনে এনে ভিনেশ ফোগতকে বের করে দেওয়া হয়েছে তাতে গোটা দেশ বিধ্বস্ত। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এগিয়ে আসা উচিত এবং এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। ইন্ডিয়া জোট তাঁর জন্য ন্যায়ের দাবিতে দৃঢ় অবস্থান নিচ্ছে বলে জানান সাংসদরা।

সাংসদ সুস্মিতা দেব দাবি করেন, ভিনেশকে গোটা দেশ চ্যাম্পিয়ন হিসাবেই দেখছে। “আশঙ্কা করছি গোটাটাই ষড়যন্ত্র। ফাইনালের আগেই কী এমন হল যে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থেকে গেল?”, প্রশ্ন সাংসদের।

তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা জানান, ভিনেশ একজন যোগ্য এবং প্রতিশ্রুতিপূর্ণ খেলোয়াড়। তিনি একজন বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করেছিলেন এবং বুধবার রাতে তাঁর আরও একজন বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল। তাঁর বিষয়ে সরকারের পদক্ষেপ দাবি করেন সাংসদ।

শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্ত প্রশ্ন করেন, কেনিয়ার মহিলা প্রতিযোগী ৫০০০ মিটার দৌড়ের ক্ষেত্রে বাতিল হয়ে গিয়েছিলেন এই অলিম্পিকেই। তারপরে কেনিয়ার প্রবল প্রতিবাদের মুখে তাঁকে ফের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল অলিম্পিক সংস্থা। তিনি প্রশ্ন তোলেন কেন্দ্রের সরকার এই পরিস্থিতিতে কী করছে।

spot_img

Related articles

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...