Thursday, August 21, 2025

সব জুটমিল ও পাটের চাষ বন্ধ হওয়ার আগে উদ্যোগ নিন: লোকসভায় ইউসুফ

Date:

Share post:

রাজ্যের জুটমিল নিয়ে একাধিক বিজেপি নেতা রাজনীতি করেছেন। কিন্তু তাতে রাজ্যের পাটশিল্প থেকে শ্রমিক বা পাটচাষীদের কোনও উন্নতিই হয়নি। সংসদে বারবার তৃণমূল সাংসদরা এনিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু কেন্দ্রের সরকার পাটচাষী বা জুটমিল শ্রমিকদের জন্য এগিয়ে আসেনি। তারপরেও এই দুই শ্রেণির মানুষের জন্য দাবি থামায়নি রাজ্যের শাসকদল। বুধবার লোকসভায় জুটমিল শ্রমিক ও পাটচাষীদের জন্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন।

লোকসভায় বহরমপুর সাংসদ উল্লেখ করেন, “মুর্শিদাবাদ, হুগলি, নদিয়ায় পাটের চাষ হয়। এই উদ্যোগে হাজার হাজার পরিবারের জীবন জীবিকা নির্ভর করে। কিন্তু বর্তমানে তাঁদের কঠিন প্রতিকূলতার সম্মুখিন হতে হচ্ছে। যার অন্যতম কারণ প্লাস্টিকের ব্যাগ।”

প্লাস্টিক ব্যবহারের লাগাম টানতে কেন্দ্রের সরকার অনেক নিয়ম কানুন লাগু করেছে। পরিবেশবান্ধব পাটের ব্যাগের ব্যবহার করার জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশিকা নিয়ে কোনও পদক্ষেপই নেয়নি কেন্দ্রের সরকার, সংসদে অভিযোগ করেন ইউসুফ। তবে এখনও এই দুই শ্রেণির মানুষের জীবন ও জীবিকা রক্ষা করার সম্ভাবনার রয়েছে। সেই উদ্দেশ্যে লোকসভায় তৃণমূল সাংসদ দাবি করেন, “জুটমিল ও পাটের চাষ বন্ধ হওয়ার আগে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। একে উৎসাহ দেওয়ারও চেষ্টা করা প্রয়োজন। তার ফলে পাটচাষীরা আরও উপার্যন করতে পারবেন ও জুটমিলের শ্রমিকরা বেশি বেতন পাবেন।”

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...