Sunday, November 9, 2025

প্রাণভয়ে ভারতে প্রবেশের চেষ্টা! সীমান্তে ভিড় বাড়ছে বাংলাদেশি হিন্দুদের 

Date:

অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণের আগে পরিস্থিতি একটু আয়ত্তে এলেও এখনও অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)। এবার হামলা, অশান্তির হাত থেকে প্রাণ বাঁচাতে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসতে চাইছেন শয়ে শয়ে শরণার্থী। ভারত বাংলাদেশ- সীমান্তে (Bharat Bangladesh Border) সেই ছবিই ধরা পড়েছে। যদিও কাঁটাতার পেরিয়ে ভারতে আসার চেষ্টা করলেও বিএসএফের চেষ্টায় সীমান্ত পেরতে পারেনি কেউই। কিন্তু কতদিনে পরিস্থিতি আয়ত্তে আসবে তা এখনও স্পষ্ট নয়। তার মধ্যে শয়ে শয়ে শরনার্থীদের চাপে বেকায়দায় বিএসএফ (BSF)।

সূত্রের খবর, লাগাতার আক্রমণে অতিষ্ঠ হয়ে রীতিমতো প্রাণভয়ে প্রায় ৩০০ জন বাংলাদেশি হিন্দু এসে বৃহস্পতিবার সকালেই জমায়েত করেন জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জের সাতকুড়া সীমান্তে। প্রত্যেকের দাবি ছিল, বিএসএফ পারলে গুলি করে তাঁদের মেরে দিক, কিন্তু তাঁরা দেশে ফিরে যাবেন না। বাংলাদেশের একাধিক গ্রাম থেকে শয়ে শয়ে হিন্দুরা এসে এদিন সীমান্তে ভিড় জমান। তবে বিএসএফ খুব শান্তিপূর্ণভাবে তাঁদের আটকে দেয়।

তবে এমন ঘটনা যে ঘটতে পারে তার আঁচ আগেই পেয়েছিল বিএসএফ। তাই সোমবারের পর থেকেই সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়। এদিন শরণার্থীদের নিজেদের দেশে ফিরে যেতে অনুরোধ করে বিএসএফ। যদিও তাঁরা নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে সীমান্তেই বেশ কয়েক ঘণ্টা বসেছিলেন।

এরপর ভারতের তরফে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে শেষে বিজিবি সীমান্তে এসে সকলকে বোঝায় এবং তাঁদের গ্রামে ফিরিয়ে নিয়ে যায়। বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, গোটা পরিস্থিতি ভালভাবেই সামলানো গেছে, কোনও উত্তেজক অবস্থা তৈরি হয়নি। তাঁরা শান্তিপূর্ণভাবেই বিষয়টি সামলাতে পেরেছেন। তবে কতদিন বা কতক্ষণ এই চাপ বিএসএফ সামলাতে পারবে বা আদৌ পারবে কিনা সেদিকে নজর থাকবে।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version