আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু। বাবাকে ফোন করে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন তিনি। সংবাদমাধ্যমকে একথা জানান মৃতার বাবা। ঘটনা নিয়ে বিজেপি-সহ বিরোধীদের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা করেছেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh)।
ইতিমধ্যে ঘটনার তদন্তে ১১ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠ সাফ জানিয়েছেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়া হবে। তবে, ঘটনা নিয়ে ‘মৃত্যুর রাজনীতি’তে নেমে পড়েছে বিজেপি (BJP)। আর জি করে গিয়ে রীতিমতো বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তিনি বলেন, আর জি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁর রহস্যমৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তদন্তের পরে মৃত্যুর জানা যাবে কোনও বাইরের আক্রমণে, না কি অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে। যদি কোনও আক্রমণের কারণে মৃত্যু হয়, তাহলে প্রশাসন কড়া পদক্ষেপ করবে। তবে, বিজেপি কোনও কিছু জানার আগে যেভাবে বিষয়টি নিয়ে ‘শকুনের রাজনীতি’ করছে, সেটা অত্যন্ত নিন্দনীয়- কড়া প্রতিক্রিয়া কুণালের।