Wednesday, November 12, 2025

আদিবাসী নৃত্যে তাল, ধামসায় বোল: ঝাড়গ্রামের অনুষ্ঠানে মুগ্ধ করলেন মুখ্যমন্ত্রী

Date:

যেখানে যান সেখানকার সংস্কৃতিকে আপন করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হল না। অনুষ্ঠানে আদিবাসী পোশাক পরে নাচের তালে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম (Jhargram) জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সোরেন, প্রাক্তন সাংসদ ডাক্তার উমা সোরেন, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা, জেলাশাসক সুনীল আগরওয়াল, পুলিশ সুপার অরিজিৎ সিনহা-সহ বিশিষ্টরা।

মঞ্চে মহাত্মা গান্ধী ও আদিবাসী মনীষীদের ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সৃষ্টিশ্রী স্টল ঘুরে দেখেন। এর পর আদিবাসী পোশাক পরে শিল্পীদের সঙ্গে আদিবাসী নৃত্যে পা মেলায়। উপস্থিত সকলেই আনন্দে মেতে উঠে। এরপর ধামসা বাজিয়ে সকলকে চমকে দেন মমতা। আদিবাসী মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আদিবাসী মানুষেরা যে সমাজের কোনও অংশে পিছিয়ে নেই। রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আদিবাসীদের উন্নয়নে কী কী কাজ করেছেন তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন। তাই তিনি জঙ্গলমহলের সর্বস্তরের মানুষকে বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা জানান।

বিশ্ব আদিবাসী দিবসে সমাজের সর্বস্তরের মানুষজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বলেন, ৯ অগাস্ট একটি বিশেষ দিন। বিশ্ব আদিবাসী দিবসের পাশাপাশি ভারত ছাড়ো আন্দোলনের দিন। ১৯৪২ সালের ৯ অগাস্ট জাতির জনক মহাত্মা গান্ধী ইংরেজদের বিরুদ্ধে ডাক দিয়েছিলেন ইংরেজি তুমি ভারত ছাড়ো। স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান মেদিনীপুর। মেদিনীপুরের মাটিতে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, বীরেন্দ্রনাথ শাসমল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হেমচন্দ্র কানুনগো, সতীশ সামন্তর মতো মানুষ জন্মগ্রহণ করেছিলেন। যাঁরা আজও আমাদের সকলের কাছে প্রণম্য। ভারতে ৯ অগাস্টের গুরুত্ব আলাদা।






Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version