Thursday, August 21, 2025

লাল পতাকা আর রক্তিম ফুলসজ্জায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী

Date:

ঘড়ির কাটায় সকাল ১০টা ৩৫ মিনিট। পিস ওয়ার্ল্ড থেকে বের করে আনা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) মরদেহ। উপস্থিত সুচেতন ভট্টাচার্য, রবীন দেব, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী-সহ একাধিক বাম নেতৃত্ব। বাম রাজনীতির আকাশে আজ অস্তরাগ। বামপন্থী কর্মী সমর্থকেরা চোখের জলে শেষ বিদায় জানালেন প্রিয় নেতাকে। ১০.৪০ মিনিট নাগাদ ফাঁকা অ্যাম্বাসেডরকে সঙ্গে নিয়েই সামনের এগিয়ে চলল বুদ্ধদেব ভট্টাচার্যের শববাহী শকট। বেঙ্গালুরু থেকে আনা ৫০০ ফুল দিয়ে সাজানো হয়েছে গাড়ি। পার্ক সার্কাস ফ্লাইওভার, পার্ক স্ট্রিট হয়ে রাজভবনের সামনে দিয়ে পশ্চিমবঙ্গের দুবারের মুখ্যমন্ত্রীর নিথর দেহ পৌঁছে গেল বিধানসভায় (Assembly)।

৭৭ সাল থেকে যে বিধানসভায় অনায়াস যাতায়াত ছিল বুদ্ধবাবুর শেষবারের মতো পৌঁছলেন সেখানে। বাম নেতাদের পাশাপাশি সেখানে উপস্থিত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ অন্যান্যরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মাল্যদান শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

 

রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজনৈতিক মহলের একাধিক নেতৃত্ব বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীকে প্রণাম জানান। স্যালুট জানান রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারও। বিধানসভায় এদিন এক ফ্রেমে শাসকবিরোধী বিরোধী সকলেই। সামনে তখন কমরেডের নিথর দেহ। এক পাশে স্ত্রী মীরা ভট্টাচার্য অন্যদিকে দাঁড়িয়ে সুচেতন। শুক্রের সকালে বিধানসভায় সৌজন্যের অনন্য নজির গড়ে দিয়ে গেলেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। সাদা লাল ফুলের মালায় সেজে আজ প্রিয় শহরকে চির বিদায় জানালেন সংস্কৃতিমনস্ক বর্ষীয়ান বাম রাজনীতিক।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version