প্যারিস অলিম্পিক্সে এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল এক কুস্তিগীরের বিরুদ্ধে। গ্রেফতারও হয়েছেন ওই কুস্তিগীর। লজ্জাজনক এই কাণ্ডটি ঘটিয়েছেন মিশরীয় কুস্তিগীর এলসায়েদ। অভিযোগ প্রমাণিত হলে ওই কুস্তিগীরকে আজীবন নির্বাসনেও পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।

কেন গ্রেফতার হলেন মিশরীয় কুস্তিগীর? জানা যাচ্ছে এলসায়েদ নাকি মদ্যপ অবস্থায় ঢুকে পড়েছিলেন প্য়ারিসের এক ক্য়াফেতে। সেখানে আসা এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন। এরপরেই তিনি গ্রেফতার হন। তবে এলসায়েদের বিষয়টি এখন বিচারাধীন। অভিযোগ সামনে আসতেই মিশরের অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে, দোষ প্রমাণিত হলে ওই কুস্তিগীরের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গজনিত শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। এমনকী তাঁকে সমস্ত ধরনের প্রতিযোগিতা থেকে আজীবন নির্বাসন করার পথ খোলা বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পাশাপাশি তিনি আফ্রিকান রেসলিং চ্যাম্পিয়নশিপ, আফ্রিকান গেমস, মিলিটারি ওয়ার্ল্ড গেমসে সোনা জিতেছেন। আফ্রিকান কুস্তি চ্য়াম্পিয়নশিপ ও আফ্রিকান গেমসে তাঁর একাধিক স্বর্ণপদকও রয়েছে। মিলিটারি ওয়ার্ল্ড গেমসেও পেয়েছেন পদক।

আরও পড়ুন- পুরনো কথা তুলে প্রয়াত বুদ্ধদেবকে বিঁধলেন তসলিমা
