Sunday, August 24, 2025

আরজি কর কাণ্ডের জের, সাগর দত্ত ও ন্যাশনাল মেডিক্যাল কলেজেও কর্মবিরতির ডাক!

Date:

আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে(RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুনীর মৃত্যুর ঘটনায় শনিবার সকাল থেকেও কর্মবিরতিতে পিজিটি পড়ুয়াদের একাংশ। জুনিয়র ডাক্তারদের দাবি অবিলম্বে তাঁদের সহপাঠীর খুনের যথাযথ কিনারা করতে হবে। রাতে মোমবাতি মিছিলের পর সকাল থেকে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। যার ফলে ব্যাহত হাসপাতালের পরিষেবা। আউটডোর বিভাগে জুনিয়র ডাক্তার না আসায় সমস্যায় পড়েছেন রোগী এবং তাঁদের পরিবারের আত্মীয়রা। এই ঘটনার জেরে সাগর দত্ত মেডিক্যাল কলেজ (College of Medicine &Sagar Dutta Hospital) এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজেও (Calcutta National Medical College and Hospital) জুনিয়র ডাক্তারদের একাংশ কর্মবিরোধী ঘোষণা করেছেন বলে সূত্রের খবর। বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুরের মেডিক্যাল কলেজগুলিতেও চলছে বিক্ষোভ, কর্মবিরতি।

দূরদূরান্ত থেকে এসে ফিরে যেতে হচ্ছে রোগীদের। কাকভোর থেকে অপেক্ষা করার পর ডাক্তার দেখাতে না পারায় রোগীদের বিক্ষোভ আরজি কর হাসপাতালের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই হাসপাতাল চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা। সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজেও সকাল থেকে পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে খবর। আর জি কর মেডিক্যাল কলেজ থেকে শ্যামবাজার পর্যন্ত জুনিয়র ডাক্তাররা এদিন সকালে মিছিল করেন। মেডিক্যাল কলেজে ‘হোক প্রতিবাদ’ স্লোগান।

আরজি করের ট্রেনি ডাক্তার খুনের ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রায় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃত যুবক হাসপাতালের কর্তব্যরত হোমগার্ড বলে জানা যাচ্ছে। ঘটনার রাতে সঞ্জয়ের সঙ্গে আর কেউ সেমিনার হলে ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version