Monday, August 25, 2025

আর জি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের নৃশংস ঘটনা নিয়ে শুক্রবার থেকেই ঘোলাজলে মাছ ধরতে শুরু দিয়েছে বিজেপি-সহ বিরোধীরা। শনিবার, দক্ষ প্রশাসকের মতো কড়া অবস্থানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তাও তাঁকে নিশানা করেন বিজেপির (BJP) আইটি সেলের আহ্বায়কব অমিত মালব্য (Amit Malabya)। পাল্টা তাঁকে উন্নাও, হাথরস মনে করান তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।সহপাঠীর নির্মম মৃত্যুতে বিক্ষোভে নেমেছেন আর জি কর মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। এদিকে, নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে পোস্ট করেন অমিত মালব্য। লেখেন, “আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে হত্যার ২৪ ঘণ্টার বেশি সময় পরেও বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে একটি শব্দও বলেননি।” এই মিথ্যাচারে তীব্র বিরোধিতা করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি পাল্টা লেখেন, “আরজিকরের ঘটনা খুবই খারাপ। পুলিশ গুরুত্ব সহকারে তাঁদের কাজ করছে। এই বিষয়ে মন্তব্য না করে উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস কাণ্ড এবং মণিপুরে যে অপরাধের ঘটনা ঘটেছে তার ব্যাখা দিন।” এরপরে তৃণমূল নেতা লেখেন, “পশ্চিমবঙ্গ সম্পর্কে কথা বলা বন্ধ করুন।”

আরজিকর প্রসঙ্গে এদিন সকালেই কড়া বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি মামলাটি ফাস্ট ট্র্যাক আদালতে নেওয়ার নির্দেশ দিয়েছি। যদিও আমি মৃত্যুদণ্ডের পক্ষে নই, তবে এক্ষেত্রে প্রয়োজনে অভিযুক্তদের ফাঁসি দেওয়া হবে। তাদের কঠোরতম শাস্তি পাওয়া উচিত।”

সেই প্রসঙ্গে টেনে কুণাল বলেন, “আরে মুখ্যমন্ত্রী তো স্পষ্ট করে বলেই দিয়েছেন, সিবিআই তদন্ত হোক বা যে কোনও তদন্ত হোক, আমাদের কোনও আপত্তি নেই। তারপরেও এ ধরনের কথা বলার অর্থ, যেন তেন প্রকারেন উনি প্রচারে থাকতে চাইছেন।”






Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version