Friday, December 19, 2025

আর জি করের বাইরে ধুন্ধুমার, রাজনীতির ফায়দা তোলা রুখে দিল পুলিশের ব্যারিকেড

Date:

Share post:

আর জি কর হাসপাতালের বাইরে দুপক্ষের ধস্তাধস্তিতে ধুন্ধুমার শনিবার বিকালে। একদিকে হাসপাতালের দাবিদাওয়া নিয়ে আন্দোলনরত আর জি কর হাসপাতালের জুনিয়র ও পডু়য়া ডাক্তারদের দাবি ছাত্রীমৃত্যুর ঘটনায় কোনও রাজনীতি চান না তাঁরা। অন্যদিকে রাজনীতির রঙ গায়ে মেখে বামেরা ফায়দা তুলতে হাজির হয় আর জি করের বাইরে। দুপক্ষের বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতালের বাইরের চত্বর। তারই মাঝে ব্যারিকেড হয়ে দাঁড়ায় কলকাতা পুলিশ। আর জি করের ডাক্তরাদের প্রতিবাদ ও বামেদের ভিতরে ঢোকার চেষ্টায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শনিবার সকাল থেকে আর জি করের জুনিয়র ডাক্তার, পড়ুয়া ও ইন্টার্নরা কর্মবিরতির ডাক দেন। গোটা রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করেন। দুপুরে মেডিক্যাল কলেজ সহ শহরের একাধিক বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ দেখাতে দেখাতে একাধিক মিছিল এসে পৌঁছায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। এর আগে বিজেপির প্রতিনিধিদল আর জি কর হাসপাতালে ঢুকতে গেলে বাধা দেন সেখানকার বিক্ষোভরত পড়ুয়ারা। তাঁদের দাবি ছিল তাঁরা ঘটনার বিচার চান, অন্যদিকে নিরাপত্তা চান। কিন্তু এই ঘটনা নিয়ে কোনও রাজনীতি তাঁরা চান না।

এরপরই পাঁচ মাথার মোড়ে বামপন্থী সংগঠনগুলির মিছিল এসে পৌঁছালেই আর জি করের বাইরে সতর্ক হয়ে যায় পুলিশ। বামপন্থী দলগুলির মিছিল মেডিক্যাল কলেজের বাইরে এসে পৌঁছাতেই শুরু হয় ধস্তাধস্তি। ভিতর থেকে আর জি করের বিক্ষোভকারীরা দাবি করেন তাঁরা রাজনীতি চান না। অন্যদিকে প্রতিবাদে সামিল হতে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা ভিতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশ মাঝখানে দাঁড়িয়ে আর জি করের পড়ুয়া, ডাক্তারদের জন্য ঢাল হয়ে দাঁড়ান।

কখনও প্রবল ধস্তাধস্তি, কখনও মারামারি থেকে ব্যারিকেড তুলে ফেলে দেওয়া নিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় মেডিক্যাল কলেজের বাইরের চত্বর। পরিস্থিতি সামলাতে আরও পুলিশ বাহিনী এসে পৌছায় সেখানে। গেট ভাঙার চেষ্টাও ব্যর্থ করে পুলিশ। গ্রেফতার করা হয় কিছু বামপন্থী বিক্ষোভকারীকেও। অন্যদিকে ভিতর থেকে আর জি করের আন্দোলনকারীরা বারবার দাবি করেন, রাজনীতির পতাকা বাইরে রেখে তাঁদের পাশে কেউ দাঁড়াতে চাইলে তাঁরা তাঁদের সাদরে গ্রহণ করবেন। কিন্তু বামপন্থী আন্দোলনকারীরা তা না মানায় পুলিশের বাহিনী বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কলকাতা পুলিশ।

spot_img

Related articles

ফের CPIM-এ নারীগঠিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীগঠিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...

বেঙ্গল সুপার লিগে জিতল রয়্যাল সিটি, শুরুতেই ছন্দে ব্যারেটোর দল

শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে   ছিল দুটি ম্যাচ।  ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি...