Thursday, August 21, 2025

মর্মান্তিক মৃত্যু! মুখ্যমন্ত্রীর নির্দেশে আর জি করে আমূল বদলের প্রস্তুতি

Date:

ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ করে খুনের মতো মর্মান্তিক ঘটনার পরই আর জি কর মেডিক্যাল কলেজের পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে। মেডিক্যাল কলেজ অধ্যক্ষের পদত্যাগও দাবি করেন এক শ্রেণির পড়ুয়া ডাক্তাররা। এরপরই শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জি কর হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নে প্রস্তাব করেন। পার্শ্ববর্তী ট্রাম ডিপো এলাকাকে জুড়ে অ্যানেক্স বিল্ডিং বানানো পরিকল্পনা রাতারাতি নেওয়া শুরু করে পূর্ত দফতর। এলাকা পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই সঙ্গে পড়ুয়াদের সব দাবিই মেনে নেওয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

শনিবার সকালেই পড়ুয়াদের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বৈঠক শেষে পড়ুয়ারাও জানান তাঁদের দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। অধ্যক্ষ জানান, “জুনিয়র ডাক্তাররা যা যা দাবি করেছিলেন তা মানা হয়েছে। সিসি ক্যামেরা আজ থেকে বসানো শুরু হয়েছে। ইতিমধ্যেই সিসি ক্যামেরা ছিল তাই দোষীকে তাড়াতাড়ি ধরা সম্ভব হয়েছে। সেই সঙ্গে ডিউটি রুমের ইস্যু, টয়লেট ইস্যু সবই সমাধান হবে। শনিবারই পিডব্লুডি পরিদর্শন করবে। রবিবার থেকেই কাজ শুরু হবে।” সেই সঙ্গে অধ্যক্ষ আশ্বস্ত করেন পুলিশ পেট্রোলিং চলবে বলেই।

অন্যদিকে ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শনিবারই আর জি করের পাশের ট্রাম ডিপোর জমি ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন পুরসভার আধিকারিক ও কমিশনার। এই জায়গাতেই হাসপাতালের অ্যানেক্স বিল্ডিং তৈরি হবে বলেও জানান তিনি। পিডব্লুডি বিভাগের পরিদর্শনের পরই দ্রুততার সঙ্গে কাজ শুরু হয়ে যাবে, জানান তিনি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version