বৃষ্টি ভেজা রবিবাসরীয় সকাল, হালকা থেকে মাঝারি বৃষ্টি সর্বত্র

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস মতোই রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির খবর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আজ দিনভর রাজ্যের কোথাও কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণেরও পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের তিন জেলায়।

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।


Previous articleচিকিৎসক তরুণীকে আগে খুন, পরে ধর্ষণ! পারিপার্শ্বিক তথ্যে অনুমান পুলিশের
Next articleআজ থেকে বদলে গেল ব্যাংকে টাকা তোলার নিয়ম!