দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতিতে

এই শুভদিনে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতিতে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতিতে। উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়েল সরকার, কৌশানি মুখার্জী এবং ঋতিকা সেন। এই অনুষ্ঠান উপলক্ষে ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে রাজ্যের ৫টি অন্য পুজো কমিটিকে দেওয়া হল এবছর পুজোর জন্য দূর্গা প্রতিমা।

সেই ক্লাব গুলি হল‌ বিজ্ঞ কানন ডেভলপমেন্ট সোসাইটি (যাদবপুর), ব্রহ্মপুর বটতলা তরুণ সংঘ (যাদবপুর), সরশুনা শিল্পী সংঘ (বেহালা), এবং সুন্দরবন এর একটি ক্লাব।