Wednesday, November 12, 2025

এবার বিনেশকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন তিনি?

Date:

রুপোর পদক বিনেশ ফোগাট পাবেন কিনা তা বলবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। সেই রায় জানতে এখনও করতে হবে অপেক্ষা। তবে তারই আগে বিনেশের রুপোর পদক পাওয়া নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে বিনেশকে যাতে রুপোর পদক দেওয়া হয় সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা পোস্ট করেছিলেন ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সম্প্রতি অলিম্পিক্সে ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে ওঠার পরেও ১০০ গ্রাম বাড়তি ওজনের কারণে বিনেশকে সোনার লড়াইয়ে নামতে দেওয়া হয়নি। বাতিল করে দেওয়া ভারতীয় কুস্তিগিরকে। এরপর বিনেশ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন যৌথ রুপোর।

এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় এক অনুষ্ঠানে বলেন, “ আমি নিয়ম সঠিক ভাবে জানি না। কিন্তু ও যখন ফাইনালে উঠেছে তখন সঠিক ভাবেই উঠেছে। তাহলে পদক না দেওয়ার কিছু নেই। তবে ওকে সঠিক ভাবে বাতিল করা হয়েছে কি না সেটা জানি না। ” এরপরই মহারাজকে জানান হয়, সচিন তেন্ডুলকরও বিনেশের হয়ে মুখ খুলেছেন। এই নিয়ে সৌরভ বলেন, “শুধু সচিন কেন, সবাই একই কথা বলবে। যোগ্য হিসাবেই বিনেশের পদক পাওয়া উচিত।”

কয়েদিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন, “ আম্পায়ার্স কল’ নিয়মে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকেই প্রাধান্য দেওয়া হয়। কুস্তিতে কি এমন নিয়ম প্রয়োজন? প্রত্যেক খেলারই নিয়ম রয়েছে। কিন্তু পরিস্থিতির বিচারে সেই নিয়ম নির্দিষ্ট সময় অন্তর খতিয়ে দেখা দরকার। স্বচ্ছ এবং স্পষ্ট ভাবেই ফাইনালের যোগ্যতা অর্জন করেছে বিনেশ ফোগাট। ঠিক ফাইনালের আগে ওজনের বিচারে ওকে বাতিল করা হয়েছে। ওর থেকে রুপোর পদক কার্যত চুরি করা হয়েছে তা কোনও যুক্তি এবং খেলাধুলোর সম্পর্কে ন্যুনতম বুদ্ধির ধার ধারে না। যদি শক্তিবর্ধক ওষুধ বা অন্য কিছু ব্যবহার করে অন্যায্য উপায়ে ফাইনালে ওঠার জন্য কাউকে বাতিল করা হত, তাহলে না হয় মেনে নেওয়া যেত। সেক্ষেত্রে ওই ক্রীড়াবিদকে পদক না দেওয়া বা সবার নীচে শেষ করার বিষয়টা ঠিক কাজই হত। কিন্তু প্রথম দুয়ে পৌঁছনোর সময় বিনেশ স্পষ্ট ভাবেই ওর প্রতিপক্ষদের হারিয়েছে। যোগ্য হিসাবেই ওকে রুপোর পদক দেওয়া উচিত।”

আরও পড়ুন- এগিয়ে থেকেও জর্জের কাছে ১-২ গোলে হার মোহনবাগানের


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version